বাংলাদেশী সামাজিক যোগাযোগ মাধ্যম – যা বিশ্বব্যপী ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়কে সংযুক্ত করেছে !

মানুষ, সম্প্রদায় ও বিশ্বের সাথে সংযোগ. এই স্লোগান বাংলাদেশ থেকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম শুরু.
যা কিনা বিশ্বব্যপী ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়কে সংযুক্ত করেছে !

এই সাইটটিতে জনপ্রিয় সামাজিক সাইটের গুরুত্বপুর্ন কতগুলো বৈশিষ্টের সাদৃশ্য থাকলেও
বিশেষ কতগুলো বৈশিষ্ট এই সাইটকে অন্যদের থেকে আলাদা করেছে.

এই সাইটের ব্যবহার কারিরা তাদের মত করে প্রোফাইল তৈরির পাশাপাশি যেসব সুবিধা ব্যবহার
করতে পারবে সেগুলো হল – লাইভ চ্যাট, ছবি, মিউজিক, ইভেন্ট, অডিও / ভিডিও শেয়ার, আলাদা গ্রুপ
তৈরি ও পছন্দের গ্রুপ এ জয়েন, ব্লগিং, পুল, ফ্লাইং চ্যাট এবং গেমস ইত্যাদি.
এই সাইটে ব্যবসা PAGE নামে বিশেষএকটা বৈশিষ্ট রয়েছে, যেটার মাধ্যমে সাইটটির ব্যবহার
কারিরা PAGE যাচাইকারি এর মাধ্যমে
আপনার ব্যবসার পন্য, সার্ভিস, মানুষের নিকট বিশ্বাস যোগ্যতা অর্জন করবে খুব সহজেই,
কারণ, আপনার ব্যবসা PAGE টি যাচাইকারি হবে কমপক্ষে ২ 0 জন ইউজারের মাধ্যমে.
এ জায়গা সম্পূর্ণ ফ্রিতে ইউজারা পন্য ক্রয় – বিক্রয় করতে পারবে.
আধুনিক যোগাযোগ মাধ্যমের সমস্ত সুবিধাগুলেো পাওয়া যাবে http://www.smalljoin.com

Posted in News Blogs on December 07 2020 at 12:19 AM

Comments (1)

No login
color_lens
gif