#বাংলাদেশ_অর্থনৈতিক_সমীক্ষা_২০২০
? মোট জনসংখ্যা- ১৬৬.৫ মিলিয়ন।
? জনসংখ্যা বৃদ্ধির হার- ১.৩৭%।
? জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটারে)- ১১২৫ জন।
? পুরুষ-নারীর অনুপাত- ১০০.২:১০০।
? স্থূল জন্মহার (প্রতি ১০০০ জনে)- ১৮.১%।
? স্থূল মৃত্যুহার (প্রতি ১০০০ জনে)- ৪.৯%।
? শিশু মৃত্যুর হার (প্রতি ১০০০ জনে জীবীত জন্মে)- ২১ জন।
? গর্ভ নিরোধক ব্যবহারের হার- ৬৩.৪%।
? প্রত্যাশিত গড় আয়ুষ্কাল - ৭২.৬ বছর (পুরুষ- ৭১.১ বছর, মহিলা- ৭৪.২ বছর)।
? ডাক্তার ও জনসংখ্যার অনুপাত- ১:১৭২৪।
? সুপেয় পানি গ্রহণকারী- ৯৮.১%।
? স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারকারি- ৮১.৫%।
? সাক্ষরতার হার (৭ বছর+)- ৭৪.৪% (পুরুষ- ৭৬.৫%, মহিলা- ৭২.৩%)।
? দারিদ্র্যের হার- ২০.৫%।
? চরম দারিদ্র্যের হার- ১০.৫%।
? মাথাপিছু জাতীয় আয়- ২০৬৪ মার্কিন ডলার (১৭৪৮৮৮ টাকা)।
? মাথাপিছু জিডিপি- ১৯৭০ মার্কিন ডলার (১৬৬৮৮৮ টাকা)।
? মোট জিডিপি- ২৭৯৬৩৭৮ কোটি টাকা।
? জিডিপির প্রবৃদ্ধির হার- ৫.২৪%।
? মূল্যস্ফীতি- ৫.৬৫%।
? মোট দেশজ সঞ্চয়- ২৫.৩১%।
? জাতীয় সঞ্চয়- ৩০.১১%।
? মোট বিনিয়োগ- ৩১.৭৫%।
? মোট রপ্তানি আয়- ৩২৮৩০ মিলিয়ন মার্কিন ডলার।
? আমদানি ব্যয়- ৫০৬৯১ মিলিয়ন মার্কিন ডলার।
? বৈদেশিক মূদ্রার মজুদ (৩০ জুন ২০২০)- ৩৬,০৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
? প্রবাসীদের প্রেরিত অর্থ- ১৮,২০৫ মিলিয়ন মার্কিন ডলার।
? মোট শ্রমশক্তি- ৬.৩৫ কোটি।
? মোট শ্রমশক্তির শতকরা হার–
?কৃষি- ৪০.৬%।
?শিল্প- ২০.৪%।
?সেবা- ৩৯%।
? জিডিপিতে অবদান–
?কৃষি- ১৩.৩৫%।
?শিল্প- ৩৫.৩৬%।
?সেবা- ৫১.৩০%।
? মোট সড়ক- ২২০৯৬ কিলোমিটার।
? জাতীয় মহাসড়ক- ৩৯০৬ কিলোমিটার।
? রেলপথ- ২৯৫৬ কিলোমিটার।
? মোট ব্যাংক- ৬০টি।
? রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যক ব্যাংক- ৬টি।
? বিশেষায়িত ব্যাংক- ৩টি।
? বেসরকারি বাণিজ্যিক ব্যাংক- ৪২টি।
? বৈদেশিক ব্যাংক- ৯টি।
? ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান- ৩৪টি।
#সংগৃহীত
Comments (0)