The UN DPI NGO Relations, working together with the DGC Youth Representatives Steering Committee, organized a virtual event commemorating International Youth Day under the theme, A Decade of Action for Youth Engagement.
Youth Hub Co-Founder Mr. Pavel Sarwar discusses Youth Social Entrepreneurship and the 2030 Agenda.
The event has broadcasted on various social media platforms and includes an intergenerational dialogue between advocates from around the world sharing their perspectives and exper... moreThe UN DPI NGO Relations, working together with the DGC Youth Representatives Steering Committee, organized a virtual event commemorating International Youth Day under the theme, A Decade of Action for Youth Engagement.
Youth Hub Co-Founder Mr. Pavel Sarwar discusses Youth Social Entrepreneurship and the 2030 Agenda.
The event has broadcasted on various social media platforms and includes an intergenerational dialogue between advocates from around the world sharing their perspectives and experiences as champions for youth engagement for action on global issues such as COVID-19, racial equality, youth, climate change, and the UN Decade of Action to deliver the Global Goals. The celebration also highlighted the work of youth advocates around the world during a social media moment.
ইদানীং একটা বিষয় আমাকে খুব প্যারা দিচ্ছে। সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা নিয়ে। সাধারনত আমি টিভি দেখি না, কিন্তু হঠাত করে বাংলাদেশী একটা টিভি চ্যানেলে একটা বিজ্ঞাপন আমার নজরে আসল। মাস্ক ব্যবহারের সচেতনতা নিয়েই বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনের একদম শেষে অভিনেতা তার মাস্কটি থুতনিতে নামিয়ে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝালেন। বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে।
শুধু বাংলাদেশী নয়, অনেক উন্নত দেশের লোকজনকেও দেখিছি সঠিক ভাবে মাস্ক ব্যবহার করছেন না। আমার কথা হচ্ছে, প্রয়োজনে যদি আপনাকে মাস্কটি খুলতে হয় তাহলে সম্পুর্নভাবে... moreইদানীং একটা বিষয় আমাকে খুব প্যারা দিচ্ছে। সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা নিয়ে। সাধারনত আমি টিভি দেখি না, কিন্তু হঠাত করে বাংলাদেশী একটা টিভি চ্যানেলে একটা বিজ্ঞাপন আমার নজরে আসল। মাস্ক ব্যবহারের সচেতনতা নিয়েই বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনের একদম শেষে অভিনেতা তার মাস্কটি থুতনিতে নামিয়ে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝালেন। বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে।
শুধু বাংলাদেশী নয়, অনেক উন্নত দেশের লোকজনকেও দেখিছি সঠিক ভাবে মাস্ক ব্যবহার করছেন না। আমার কথা হচ্ছে, প্রয়োজনে যদি আপনাকে মাস্কটি খুলতে হয় তাহলে সম্পুর্নভাবে খুলে ফেলেন, গলায়, কানে বা নাকের নিচে ঝুলিয়ে রাখবেন না। #StaySafe
আজ কয়দিন ধরে ফেলে আসা শৈশবের দিনগুলির কথা খুব মনে পড়ছে।অল্পতেই মন অস্থির হয়ে যাচ্ছে। কেন অস্থির হয়ে আছে সেটা বিভিন্ন যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করে যাচ্ছি। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে ততোই জীবনটা...