ইদানীং একটা বিষয় আমাকে খুব প্যারা দিচ্ছে। সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা নিয়ে। সাধারনত আমি টিভি দেখি না, কিন্তু হঠাত করে বাংলাদেশী একটা টিভি চ্যানেলে একটা বিজ্ঞাপন আমার নজরে আসল। মাস্ক ব্যবহারের সচেতনতা নিয়েই বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনের একদম শেষে অভিনেতা তার মাস্কটি থুতনিতে নামিয়ে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝালেন। বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে।
শুধু বাংলাদেশী নয়, অনেক উন্নত দেশের লোকজনকেও দেখিছি সঠিক ভাবে মাস্ক ব্যবহার করছেন না। আমার কথা হচ্ছে, প্রয়োজনে যদি আপনাকে মাস্কটি খুলতে হয় তাহলে সম্পুর্নভাবে... moreইদানীং একটা বিষয় আমাকে খুব প্যারা দিচ্ছে। সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করা নিয়ে। সাধারনত আমি টিভি দেখি না, কিন্তু হঠাত করে বাংলাদেশী একটা টিভি চ্যানেলে একটা বিজ্ঞাপন আমার নজরে আসল। মাস্ক ব্যবহারের সচেতনতা নিয়েই বিজ্ঞাপনটি। বিজ্ঞাপনের একদম শেষে অভিনেতা তার মাস্কটি থুতনিতে নামিয়ে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝালেন। বিষয়টি আমাকে খুবই হতাশ করেছে।
শুধু বাংলাদেশী নয়, অনেক উন্নত দেশের লোকজনকেও দেখিছি সঠিক ভাবে মাস্ক ব্যবহার করছেন না। আমার কথা হচ্ছে, প্রয়োজনে যদি আপনাকে মাস্কটি খুলতে হয় তাহলে সম্পুর্নভাবে খুলে ফেলেন, গলায়, কানে বা নাকের নিচে ঝুলিয়ে রাখবেন না। #StaySafe