ইন্সপায়রিং বাংলাদেশ সামিট -২০২০
প্রতিযোগীতার সময় (১২-২১ ডিসেম্বর পর্যন্ত)
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
কে অংশগ্রহন করতে পারবে?
প্রতিযোগীতাটি সকলের জন্য উন্মক্ত।
বিষয়- মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্কন :
পোস্টার পেপার ব্যবহার করে , বঙ্গবন্ধু/ / বিজয় দিবস / স্বাধীনতা দিবস/ মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্ককন প্রবীণদের সম্মান করা ইত্যাদি বিষয়ে নিজ হাতে পোস্টার চিত্রাঙ্কন বা ডিজাইন করে মোবাইল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে একই সাথে তা ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার ... moreইন্সপায়রিং বাংলাদেশ সামিট -২০২০
প্রতিযোগীতার সময় (১২-২১ ডিসেম্বর পর্যন্ত)
বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতা।
কে অংশগ্রহন করতে পারবে?
প্রতিযোগীতাটি সকলের জন্য উন্মক্ত।
বিষয়- মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্কন :
পোস্টার পেপার ব্যবহার করে , বঙ্গবন্ধু/ / বিজয় দিবস / স্বাধীনতা দিবস/ মুক্তিযোদ্ধা বিষয়ক চিত্রাঙ্ককন প্রবীণদের সম্মান করা ইত্যাদি বিষয়ে নিজ হাতে পোস্টার চিত্রাঙ্কন বা ডিজাইন করে মোবাইল ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে একই সাথে তা ক্যামেরা/ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে ছবি তুলে তা ( https://inspiringbangladesh.com) -এই ঠিকানায় রেজিষ্ট্রেশন তা পোষ্ট করতে হবে এবং একই সাথে তা ( https://www.facebook.com/groups/inspiringbangladesh ) গ্রুপে আপলোড করতে হবে। বডিতে ফেসবুকের পোস্টের সাথে অংশগ্রহণকারী এর নামসহ, ই-মেইল লেখা থাকতে হবে। পোস্টার/লিফলেট এর ডিজাইন অবশ্যই প্রার্থীর নিজ হাতে করতে হবে। প্রতিযোগীতার প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্যের করা ডিজাইন লিফলেট/পোস্টার প্রেরণ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
Inspiring Bangladesh আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে Employability FEST 2020.
আজকের ( ১৫ নভেম্বর) দিনের প্রথম শেষনটি সুন্দর ভাবে শেষ হয়েছে।।
২য় শেষনটি সন্ধ্যায় ৭ টায় শুরু হবে।
@Inspiring Bangladesh এর সকল সদস্যকে পরবর্তী শেষন সন্ধ্যায় ৭ টা বাজে থাকার অনুরোধ করা হলো।
😍😍😍 #inspiringyouth#inspiringmillion#InspiringBangladesh — with Imran Fahad and 53 others.
Inspiring Bangladesh আয়োজিত Employability FEST 2020. এর
আজকের ( ১৬ই নভেম্বর) ফেষ্টের ২য় দিনে ৪র্থ সেশনটির মাধ্যমে ফেষ্টের ২য় দিন শেষ হয়েছে।
আগামীকাল (১৭ নভেম্বর) দুপুর ২টায় প্রথম সেশনটি শুরু হবে।
Inspiring Bangladesh এর সকল সদস্যকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
Inspiring Bangladesh
Inspiring Bangladesh
Instagram-@ibangladesh1971
২১ থেকে ২৬ বছর পর্যন্ত বয়সকে একটা গড়পড়তা ছেলের জীবনে সবচাইতে নিষ্ঠুর ক্রান্তিকাল বলা যায়। আর মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর। এই সময়ে তার কাঁধে এক অদ্ভুত দায়িত্ববোধ ও পাপবোধ ভর করে।
মা-বাবা যে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে তা সে বুঝতে শুরু করে। মা-বাবার সাথে করা সব মান-অভিমানের জন্য অনুশোচনা একটু একটু করে খোঁচাতে থাকে। স্নাতক পড়া অবস্থাতেই তার মাথায় ঘোরে কিছু টাকা ইনকামের চিন্তা। যত বিত্তবান পরিবারের ছেলে/মেয়ে ই হোকনা কেন, হাতে-গোনা কয়েকজন বাদ দিয়ে ৯৫ শতাংশ ই এই বয়সে এসে বাসা থেকে ১০ টা... more২১ থেকে ২৬ বছর পর্যন্ত বয়সকে একটা গড়পড়তা ছেলের জীবনে সবচাইতে নিষ্ঠুর ক্রান্তিকাল বলা যায়। আর মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর। এই সময়ে তার কাঁধে এক অদ্ভুত দায়িত্ববোধ ও পাপবোধ ভর করে।
মা-বাবা যে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে তা সে বুঝতে শুরু করে। মা-বাবার সাথে করা সব মান-অভিমানের জন্য অনুশোচনা একটু একটু করে খোঁচাতে থাকে। স্নাতক পড়া অবস্থাতেই তার মাথায় ঘোরে কিছু টাকা ইনকামের চিন্তা। যত বিত্তবান পরিবারের ছেলে/মেয়ে ই হোকনা কেন, হাতে-গোনা কয়েকজন বাদ দিয়ে ৯৫ শতাংশ ই এই বয়সে এসে বাসা থেকে ১০ টাকা খুঁজতেও সংকোচ করতে শুরু করে।
আত্মীয়স্বজনেরা মুখিয়ে থাকে তার ক্যারিয়ার প্ল্যান জানার জন্য, একটু পান থেকে চুন খসলেই শুনতে হয় নিন্দুকের তীক্ষ্ণ প্রশ্নবাণ। যেন- এখন ভুল করাটা মহাপাপ! তার মাথায় ঘুরতে থাকে আর ৩-৪ বছর পরের অবস্থা, কোথায় যাবে সে, কি করবে!
কারো কারো ভালবাসার মানুষের বিয়ে ঠিক হয়, তাসের ঘরের মতো ভেঙ্গে যায় অনেক সাজানো স্বপ্ন। উদ্বাস্তু হয়ে কেউ কেউ আনমনে হাঁটতে থাকে ফুটপাথ ছেড়ে। বন্ধুর কেনা দামি হ্যান্ডসেট দেখে মুখে মলিন হাসি দিলেও মাথায় ঘোরে একগাদা দায় মেটানোর তৃষ্ণা। ছোট্ট ঢোক গিলে তৃষ্ণার্ত কাকের মতো সব লোভ লুকিয়ে রাখার একগুঁয়ে চেষ্টা করে যায় মেয়ে/ছেলেটা।
মাসের শেষে খালি পকেট নিয়ে ঘুরে বেড়ায় যাযাবরের মতো, দুনিয়াটাকে বড় বিষণ্ণ লাগে, জীবন সংগ্রামের দুয়ারে দাঁড়িয়ে সে দেখতে পায়-জীবনটা আসলে পুস্পসজ্জা তো দূরে থাক, ছোট কাঁটাও নয় ঠিক, যেন একগাদা ইয়া বড় বড় কাটা পোঁতা শক্ত বিছানা। কাউকে কিছু বলাও যায়না, কেউ বুঝেওনা। যে পার করে গেছে সময়টা, সেও "ঠিক হয়ে যাবে" টাইপের বুলি আওড়ে পালিয়ে বাঁচতে চায়। স্বার্থপরতার সংজ্ঞাটা হঠাৎ করেই বদলে যায়।
বয়সটা আসলেই নির্মম ! শুধু এই বয়সের একটা মেয়ে/ছেলেই জানে সে কিভাবে পার করে সময়টা। ১০ বছর পড়ে গিয়েও পিছনে তাকালে সবার আগে এই সময়টাই মনে পড়বে। কেউ হয়তো মুচকি হাঁসি দিয়ে বলবে- "আমি পেরেছি", কেউ হয়তো বলবে- "মনে করতে চাইনা", কেউবা অনেক কিছু হারিয়ে একাকীত্বকে সঙ্গী করে মলিন হাসি দিয়ে সামনে তাকাবে, আর ভাববে- "এটাই হয়তো জীবন ! এটাই হয়তো সংগ্রাম !"