• Arafat Pretom
    ২১ থেকে ২৬ বছর পর্যন্ত বয়সকে একটা গড়পড়তা ছেলের জীবনে সবচাইতে নিষ্ঠুর ক্রান্তিকাল বলা যায়। আর মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর। এই সময়ে তার কাঁধে এক অদ্ভুত দায়িত্ববোধ ও পাপবোধ ভর করে।

    মা-বাবা যে আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে তা সে বুঝতে শুরু করে। মা-বাবার সাথে করা সব মান-অভিমানের জন্য অনুশোচনা একটু একটু করে খোঁচাতে থাকে। স্নাতক পড়া অবস্থাতেই তার মাথায় ঘোরে কিছু টাকা ইনকামের চিন্তা। যত বিত্তবান পরিবারের ছেলে/মেয়ে ই হোকনা কেন, হাতে-গোনা কয়েকজন বাদ দিয়ে ৯৫ শতাংশ ই এই বয়সে এসে বাসা থেকে ১০ টা...  more
    3 0 0 0 0 0 3
    • No login
      color_lens
      gif
      Please login or register