১৯৭১ সালে বাঙালি জাতি ঔপনিবেশিক শোষণ, লুণ্ঠন থেকে মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।স্বাধীনতার পাঁচদশকে বাংলাদেশের অর্জন অভাবনীয়। হাটিহাটি পা-পা করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলার বিষয়ে নানা জনের নানান প্রশ্ন থাকলেও ৫০ বছরে বাংলাদেশের অর্জন নেহায়েত কম নয়।বাংলাদেশ আজ কথিত"তলাবিহীন ঝুড়ির" দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ ডলার।৬৬টি উদীয়মান সবল অ... moreস্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্জন।
১৯৭১ সালে বাঙালি জাতি ঔপনিবেশিক শোষণ, লুণ্ঠন থেকে মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়।স্বাধীনতার পাঁচদশকে বাংলাদেশের অর্জন অভাবনীয়। হাটিহাটি পা-পা করে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলার বিষয়ে নানা জনের নানান প্রশ্ন থাকলেও ৫০ বছরে বাংলাদেশের অর্জন নেহায়েত কম নয়।বাংলাদেশ আজ কথিত"তলাবিহীন ঝুড়ির" দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ ডলার।৬৬টি উদীয়মান সবল অর্থনীতির দেশের তালিকায় বাংলাদেশের স্থান নবম।২০৩০সালের দিকে অর্থনীতির দেশ হিসাবে ২৪তম বৃহত্তম স্থানে অবস্থান করবে বাংলাদেশ। খাদ্যেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে অনেক অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে স্বাক্ষরতার হার ৭৪.৭ শতাংশ। চিকিৎসাক্ষেত্রেও অভাবনীয় সাফল্য পেয়েছে। এই ৫০ বছরে সবচেয়ে বড় অর্জন হচ্ছে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মান। যা আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরো বেগবান করতে সক্ষম হবে।সাম্প্রতিক বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ২০তম স্থান দখল করে। সর্বোপরি স্বাধীনতার মূললক্ষ্যে পৌঁছাতে বাংলাদেশের আরো অনেক পথ চলতে হবে।তার জন্য প্রয়োজন জাতি,ধর্ম,বর্ণ ও দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রয়াস। আশা করি বাংলাদেশ অতি অল্পসময়ে তার কাংখিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
জয় বাংলা। বাংলাদেশ দীর্ঘজীবি হোক।