• TIRTHA DEB NATH
    স্বাধীনতার ৫০ বছরে আমাদের অর্জন, ব্যর্থতা এবং ভবিষ্যতের পথ চলার দিক

    লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতে ব্রিটেনের সর্বশেষ ভাইসরয়, এক বৈঠকে কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে এক বৈঠকে ব্রিটিশ সরকারের পরিকল্পনা সম্বলিত ‘হোয়াইট পেপার' বা 'শ্বেত পত্র’ প্রকাশ করেন।শ্বেতপত্র অনুযায়ী, বর্তমান বাংলাদেশ তৎকালীন পূর্ব-পাকিস্তান নামে পশ্চিম- পাকিস্তানের অধীনে থাকতে হয়েছিল। তার পর দীর্ঘ ২৩ বছরের সংগ্রামের পর, নানা ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে এবং ৩০ লক্ষ শহিদের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে পেয়েছিলাম...  more
    3 1 0 0 0 0 4
    • No login
      color_lens
      gif
      Please login or register