• Arif Mahmud
    #পঞ্চগড় থেকে #কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না?
    #সত্য_নাকি_ভুয়া???????🙄🙄
    আসুন বুঝি #Math আর #Physics দিয়ে।👇
    .
    ছবিতে দেখতে পাচ্ছেন পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা ১৫৭ কিমি। বিশ্বাস না হলে।প্লিজ গুগল করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে পঞ্চগড় ৪৬ মিটার উঁচু। সমুদ্রপৃষ্ঠ থেকে কাঞ্চনজঙ্ঘা ৮৫৮৬ মিটার উঁচু। তাহলে পঞ্চগড় আর কাঞ্চনজঙ্ঘার উচ্চতার পার্থক্য ৮৫৪০ মিটার।
    .
    ক্লাস ৯-১০ এ সাইন্সের সবাই পড়েছে s=r@. (যেখানে, s=বৃত্তের চাপ, r=বৃত্তের ব্যাসার্ধ, @=রেডিয়ানে কোণের পরিমাণ)
    চিত্রমতে, এখানে, s=কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮.৫৮৬ কিমি...  more