আমরা অনেকেই হয়তো জানি না ফেসবুকে ঘুরেফিরে আমাদের সামনে আসা বেশিরভাগ বাংলা মিম'র টেমপ্লেট এই "আজ রবিবার " নাটক থেকে নেওয়া। এমন সব টেমপ্লেট দেখতে দেখতেই আমার মনে হলো নাটকটা অসাধারণ হবে। সেই থেকে নাটকটা দেখে ফেলা। বিদেশি সিরিজগুলো আমরা খুব দেখি, খুব প্রশংসা করি। আমিও সেগুলা দেখেছি। তবে দেশেও সেই মানের সিরিজ যে আছে, এটা দেখলেই আপনি তা বুঝতে পারবেন।
গল্পের প্লটে আছে একজন দাদা। একটু পা... moreনাটক : আজ রবিবার (১৯৯৯)
জনরা : কমেডি, ড্রামা
রচনা : হুমায়ুন আহমেদ
IMDb : 8.8/10
Personal : 10/10
No spoiler
আমরা অনেকেই হয়তো জানি না ফেসবুকে ঘুরেফিরে আমাদের সামনে আসা বেশিরভাগ বাংলা মিম'র টেমপ্লেট এই "আজ রবিবার " নাটক থেকে নেওয়া। এমন সব টেমপ্লেট দেখতে দেখতেই আমার মনে হলো নাটকটা অসাধারণ হবে। সেই থেকে নাটকটা দেখে ফেলা। বিদেশি সিরিজগুলো আমরা খুব দেখি, খুব প্রশংসা করি। আমিও সেগুলা দেখেছি। তবে দেশেও সেই মানের সিরিজ যে আছে, এটা দেখলেই আপনি তা বুঝতে পারবেন।
গল্পের প্লটে আছে একজন দাদা। একটু পাগল ধরণের। বন্দুক নিয়ে রুমের পর রুম পার হয়ে যান তার ছেলেকে ধাওয়া করে। তবে ভয় পাওয়ার কিছু নেই। বন্দুকটা থাকে গুলি শূন্য!
ওইদিকে বড় ভাই কিনে এনেছেন একটা কফিন। জ্যান্ত অবস্থায়ই তিনি সেই কফিনের ভিতর শুয়ে কবিতা পড়েন এবং নিজের বিক্ষিপ্ত মনকে শান্ত করতে চান। যদিও খুব বেশি লাভ হয় বলে মনে হয় না!
মেঝু ভাই এখনও বেঁচে আছেন তার মৃত্য স্ত্রীর স্মৃতি আঁকড়ে ধরে। প্রত্যেকটা দিন তিনি তার কথা মনে করেন। খুব বেশি রাগ হলে দেশলাইকাঠি জ্বালিয়ে তার দিকে তাকিয়ে থাকেন রাগ কমানোর জন্য।
আর ছোট ভাই? সে তো পুরা হিমু। হিমুর মত হলুদ পাঞ্জাবি পরে, খালি পায় রাতবিরাতে রাস্তায় ঘুরে বেড়ায় সে। পাঞ্জাবিটা কিন্তু পকেট ছাড়া!
আর আছে আঁতেল এক ছেলে। যে কিনা সারাদিন পড়ালেখা করে। কোন জায়গায় গেলেও টেপ বাজিয়ে সূত্র শুনে।বাড়ির কেয়ারটেকার আর কাজের মেয়ের খুব ভাব। তাদের ভাষায় তারা একজন আরেকজনকে খুব "ভালোপায়"।
এদের সহ আরও কিছু চরিত্র নিয়ে তৈরী এই নাটিক। এই নাটক একই সাথে আপনাকে কাঁদাবে এবং হাসাবে। কমেডি এই নাটক কখনোই ইউটিউবের সস্তা ভিডিওর মত জোর করবে না আপনাকে হাসতে। আপনি নিজেই খিলখিল করে হেসে উঠবেন❤
আজকে এই নাটকের স্রষ্টার জন্মদিন। শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ ❤️।তাকে একটি স্মরণ করে আবারও দেখতে পারেন এই নাটকটি।