মাত্র ৫০ মিনিটের একটা মুভি। মুভি না বলে টেলিফিল্ম বলা যাইত, বাট সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিংয়ের মান হিসাবে এটাকে টেলিফিল্ম বললে আসলে একটু অপমান করা হয়। এরসাথে স্টোরি, ডায়লগস আর কলাকুশলীর অভিনয় বিবেচনায় এক কথায় বলা যায় বাংলাদেশ থেকে Zee5 এর মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এ যাওয়ার জন্য প্রপার একটা কন্টেন্ট হইছে "মাইনকার চিপায়"।
ঢাকা শহরের অন্ধকার... moreস্পয়লারহীন রিভিউঃ মাইনকার চিপায় (২০২০)
প্ল্যাটফর্মঃ Zee5 original
পরিচালকঃ আবরার আতাহার
অভিনয়েঃ আফরান নিশো, শ্যামল মাওলা, শরীফুল রাজ!
মাত্র ৫০ মিনিটের একটা মুভি। মুভি না বলে টেলিফিল্ম বলা যাইত, বাট সিনেমাটোগ্রাফি আর কালার গ্রেডিংয়ের মান হিসাবে এটাকে টেলিফিল্ম বললে আসলে একটু অপমান করা হয়। এরসাথে স্টোরি, ডায়লগস আর কলাকুশলীর অভিনয় বিবেচনায় এক কথায় বলা যায় বাংলাদেশ থেকে Zee5 এর মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এ যাওয়ার জন্য প্রপার একটা কন্টেন্ট হইছে "মাইনকার চিপায়"।
ঢাকা শহরের অন্ধকার জগতের তিন বাসিন্দার একটা ঘটনাবহুল রাতের কাহিনী। এই মুভির নাম নিয়ে অনেকেই আপত্তি করেছিলেন, বাট দেখলে বুঝতে পারবেন এর নাম কেন " মাইনকার চিপায়"… ডার্ক, গ্রিটি, ক্রেজি একটা প্লটলাইন! সবচে যেটা ভালো লেগেছে পরিচালক এক মিনিটের জন্যও গল্প কোথাও ঝুলায়ে দেননাই! প্রতি মিনিটে কোন না কোন দৃশ্য, টুইস্ট বা ডায়লগের অবতারণা করেছেন যার জন্য ৫০ টা মিনিট ই চোখ লাগিয়ে রাখতে হয়েছে! এই মুভির ইনোভেটিভ আর মজাদার ডায়লগগুলাই আসলে এর প্রাণ! এর সাথে একেবারে খাপে খাপ ব্যাকগ্রাউন্ড মিউজিক সবমিলিয়ে একেবারে শেষ দৃশ্য পর্যন্ত থ্রিলটা বজায় ছিল।
অভিনয়ের কথা বললে এক কথায় বলতে হয় যে এইটা প্রায় পুরাটাই একটা 'নিShow"!
আফরান নিশোর অভিনয়ের যে কি পোটেনশিয়াল সেটা এই লোক নিজেই বুঝে কিনা কে জানে! বুঝলে কাজল আরেফিন অমি দের মত সস্তা পরিচালকদের বাজারি নাটকে এতো ঘনঘন অভিনয় করতেন না! এই মুভিটা যদি ইন্ডিয়া পাকিস্তানের দর্শকরা দেখে তাহলে নিশোর অভিনয় নিয়ে সাড়া পড়ে যাবে নিঃসন্দেহে। অথচ তারা জানবে না এইরকম শক্তিমান একজন অভিনেতা কিভাবে সারাবছর নিজের পোটেনশিয়াল ওয়েস্ট করে! 😑
এর পাশাপাশি শরীফুল রাজ আর শ্যামল মাওলাও ভালো অভিনয় করেছেন। বিশেষ করে শরীফুল রাজ... "ন ডরাই" মুভি থেকেই ছেলেটার প্রতি দৃষ্টি ছিল। যেকোন চরিত্রে,বিশেষ করে বোহেমিয়ান, ডার্কটোনড চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতা অসাধারণ। সঠিক পথে থাকলে একে নিয়ে দূরের স্বপ্ন দেখতেই পারে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি!
পরিশেষে বলা যায়... নামটা যতই কটু শুনাক স্টোরি, অভিনয়, ডায়লগস, সিনেমাটোগ্রাফি সব মিলায়ে আসলেই মানসম্মত একটা "ওয়ান টাইম ওয়াচ" কন্টেন্ট "মাইনকার চিপায়"। এরকম আরো ভালো ভালো কনটেন্ট বড়বড় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি দিতে পারলে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বহির্বিশ্বের নজর কাড়তে পারবে অচিরেই।