ভাবা যায় এটা একটা ফ্যাক্টরি ?
হ্যাঁ, এটা #রংপুর_কারুপণ্য_গ্রীন_ফ্যাক্টরি। রবার্টসগঞ্জ, রংপুর। এটা ১০০ ভাগ ইকো ফ্রেন্ডলি একটা কারখানা। ৭০০০ শ্রমিক তিন সিফটে কাজ করে এই কারখানায় যার ৮০% নারী কর্মী।
১০ তলা ভবনের আন্ডারগ্রাউন্ড এ ৩ তলা এবং উপরে ৭ তলা মূল ভবন। পুরু বিল্ডিং এ কোন এসি বা ফ্যান নেই। তারপরও এর তাপমাত্রা সবসময়ই ১৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকে।
বাংলাদেশে যে এত চমৎকার একটা কারখানা আছে তা এইখানে না আসলে জানতে পারতামনা।
পরিবেশ টা এতই মনমুগ্ধকর যে সাড়াদিন এইখানে ঘুড়লেও এতটুকু ও ক্ল... moreভাবা যায় এটা একটা ফ্যাক্টরি ?
হ্যাঁ, এটা #রংপুর_কারুপণ্য_গ্রীন_ফ্যাক্টরি। রবার্টসগঞ্জ, রংপুর। এটা ১০০ ভাগ ইকো ফ্রেন্ডলি একটা কারখানা। ৭০০০ শ্রমিক তিন সিফটে কাজ করে এই কারখানায় যার ৮০% নারী কর্মী।
১০ তলা ভবনের আন্ডারগ্রাউন্ড এ ৩ তলা এবং উপরে ৭ তলা মূল ভবন। পুরু বিল্ডিং এ কোন এসি বা ফ্যান নেই। তারপরও এর তাপমাত্রা সবসময়ই ১৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকে।
বাংলাদেশে যে এত চমৎকার একটা কারখানা আছে তা এইখানে না আসলে জানতে পারতামনা।
পরিবেশ টা এতই মনমুগ্ধকর যে সাড়াদিন এইখানে ঘুড়লেও এতটুকু ও ক্লান্তি আসবেনা।
এই কারখানা শুধুমাত্র দেখতেই সুন্দর না, দুপুর এবং রাতের খাবার, নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে শুরু করে কর্মীদের যতরকম সুবিধা দরকার তার সবই আছে এইখানে।