ছবির ছেলেটাকে বেশিরভাগ লোকই চেনেন না, নাম বললে গুটি কয়েক লোক চিনতে পারবেন। ইনি হলেন নাফিস বিন জাফর, প্রথম এবং একমাত্র বাংলাদেশি অস্কার বিজয়ী..!!
একবার নয় দুই দুই বার অস্কার জিতেছেন নাফিস..! এনিমেশন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অস্কার পেয়েছেন নাফিস। শুধু তাই নয়, একবার অস্কারের ভোটিং কমিটিতে থাকার সুযোগ পেয়েছেন।
নাফিসের জন্ম ৮ অক্টোবর ১৯৭৮ সালে ঢাকায়। বর্তমানে থাকেন যুক্তরাষ্ট্রে। পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ। বর্তমানে বিখ্যাত এনিমেশন স্টুডিও ‘Dreamworks Animation’ এ কর্... moreছবির ছেলেটাকে বেশিরভাগ লোকই চেনেন না, নাম বললে গুটি কয়েক লোক চিনতে পারবেন। ইনি হলেন নাফিস বিন জাফর, প্রথম এবং একমাত্র বাংলাদেশি অস্কার বিজয়ী..!!
একবার নয় দুই দুই বার অস্কার জিতেছেন নাফিস..! এনিমেশন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অস্কার পেয়েছেন নাফিস। শুধু তাই নয়, একবার অস্কারের ভোটিং কমিটিতে থাকার সুযোগ পেয়েছেন।
নাফিসের জন্ম ৮ অক্টোবর ১৯৭৮ সালে ঢাকায়। বর্তমানে থাকেন যুক্তরাষ্ট্রে। পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং অ্যানিমেশন বিশেষজ্ঞ। বর্তমানে বিখ্যাত এনিমেশন স্টুডিও ‘Dreamworks Animation’ এ কর্মরত রয়েছেন।
গ্রাজুয়েশনের পর নাফিস যোগ দেন "Digital Domain" নামের একটি প্রতিষ্ঠানে। এখানে থাকাকালে তিনি এবং তার দুই সহকর্মী আবিষ্কার করেন ‘Fluid Simulation' নামে একটা অ্যানিমেশন টুলের । ‘ফ্লুইড সিম্যুলেশন’ হলো এমন এক ধরনের কম্পিউটার গ্রাফিক্স টুল যার ব্যবহারে ‘পানি’, ‘আগুন’ কিংবা ‘ধোঁয়া’র মতো পদার্থের দ্বারা সৃষ্ট কোন অ্যানিমেশন কয়েকগুন জীবন্ত মনে হবে ! ২০০৭ ‘Pirates of the Caribbean : At Worlds End’ এ এই স্পেশাল ইফেক্টের জন্য নাফিস এবং তার সহকর্মী পেয়ে যান
‘সায়েন্টিফিক এন্ড ইঞ্জিনিয়ারিং অ্যাওয়ার্ড’ বিভাগে প্রথম অস্কার।
এনিমেশন টুল ‘ডেস্ট্রাকশন সিম্যুলেশন সিস্টেম’ এ বিশাল অবদানের জন্য ২০১৫ সালে নাফিস এবং তার সহযোগী স্টিভেন মার্শাল ‘Technical Achievement Award’ বিভাগে অস্কার পান।
এখন পর্যন্ত কাজ করেছেন বিখ্যাত কিছু এনিমেশন এবং সিনেমাতে। Kung Fu Panda 3, kung Fu Panda 2, How to Train Your Dragon 2, Turbo, Puss in Boots, 2012, Shrek Forever After, Megamind, Transformers 2 তার উল্লেখযোগ্য কিছু কাজ। বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার কর্মশালা এবং ফেস্ট এ গেস্ট কিংবা জার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।।