● নকশা -এ.ই.সি.ও.এম
● উপাদান- কংক্রিট, স্টিল
●নকশাকার- AECOM
●নির্মাণকারী- চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
●নির্মাণ শুরু- ৭ ডিসেম্বর, ২০১৪
● মূল সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফু)
● প্রস্থ – দ্বিতীয় তলায় (আপার ডেকে)
৭২ ফুটের চার
লেনের সড়ক।
● রেললাইন – নিচ তলায় (লোয়ার
ডেকে) ডাবল গেজ।
● পিলার সংখ্যা – ৪২ (নদীতে ৪০টি)।
● ভায়াডাক্ট – দুই প্রান্তে সর্বমোট ৩
দশমিক ১৮
কিলোমিটার।
● সংযোগ সড়ক – দুই প্রান্তে ১৪
কিলোমিটার।
● ... more⬛ স্বপ্নের পদ্মা সেতু
● নকশা -এ.ই.সি.ও.এম
● উপাদান- কংক্রিট, স্টিল
●নকশাকার- AECOM
●নির্মাণকারী- চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
●নির্মাণ শুরু- ৭ ডিসেম্বর, ২০১৪
● মূল সেতুর দৈর্ঘ্য – ৬.১৫ কিলোমিটার (২০,২০০ ফু)
● প্রস্থ – দ্বিতীয় তলায় (আপার ডেকে)
৭২ ফুটের চার
লেনের সড়ক।
● রেললাইন – নিচ তলায় (লোয়ার
ডেকে) ডাবল গেজ।
● পিলার সংখ্যা – ৪২ (নদীতে ৪০টি)।
● ভায়াডাক্ট – দুই প্রান্তে সর্বমোট ৩
দশমিক ১৮
কিলোমিটার।
● সংযোগ সড়ক – দুই প্রান্তে ১৪
কিলোমিটার।
● নদীশাসন – দুই পাড়ে ১২ কিলোমিটার।
● প্রকল্পের মোট ব্যয় : ৩০ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা৷
● মূল সেতুতে ব্যয় – ১২ হাজার ১৩৩
কোটি ৩৯ লাখ।
● নদীশাসন ব্যয় – ৮ হাজার ৭০৭ কোটি
৮১ লাখ।
● অন্যান্য ব্যয় – ৭ হাজার ৯৫২ কোটি ১৯
লাখ।
● জনবল – প্রায় ৮ হাজার।
● ভায়াডাক্ট পিলার – ৮১ টি।
● পানির স্তর থেকে উচ্চতা – ৬০ফুট।
● পাইলিং গভীরতা – ৩৮৩ ফুট।
● প্রতি পিলারের জন্য পাইলিং – ৬ টি।
● মোট পাইলিং সংখ্যা – ২৬৪ টি।
● নির্মাণকাজ শেষ – ডিসেম্বর, ২০২০
● সেতুতে যা থাকছে – গ্যাস, বিদ্যুৎ ও
অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা...