• Al Shareya Emon
    স্বাধীনতা,তোমার জন্যে

    সগীর আলী,শাহবাজপুরের সেই জোয়ান কৃষক,
    কেষ্ট দাস,জেলেপাডার সবচেয়ে সাহসী লোকটা,
    মতলব মিয়া,মেঘনা নদীর দক্ষ মাঝি,
    গাজী গাজী ব’লে নৌকা চালায় উদ্দান ঝডে
    রুস্তম শেখ,ঢাকার রিকশাওয়ালা,যার ফুসফুস
    এখন পোকার দখলে
    আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুডে বেডানো
    সেই তেজী তরুণ যার পদভারে
    একটি নতুন পৃথিবীর জন্ম হ’তে চলেছে —
    সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে,হে স্বাধীনতা।

    কবি সামসুর রহমানের লেখা কবিতার এই লাইনগুলোই বলে দেয় বাংলাদেশকে স্বাধীন করার পেছনে আত্মত্যাগের কথা।

    অনেক ত্যাগ-তি...  more
    1 2 0 0 0 0 3
    • No login
      color_lens
      gif
      Please login or register