Let's meet the Change-makers with Rakib Al Hasan powered by Inspiring Bangladesh এর ২য় এপিসোডে ২১শে জুলাই বাংলাদেশ সময় রাত ৯ঃ০০ টায় এবং লন্ডন স্থানীয় সময় বিকেল ৪ঃ০০ টায় আমাদের সাথে যোগ দিবেন শেফিল্ড ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের সিনিয়র রিসার্চ এসোসিয়েট ড. খোন্দকার মেহেদী আকরাম।
মহামারী করোনা ভ্যাক্সিন নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য, চীন, আমেরিকা, চিলি সহ বেশ কয়েকটি দেশ। রাশিয়া সফল বলে ইতোমধ্যে দাবি করেও বসেছে। এদিকে আমাদের দেশের গ্লোবের ভ্যাক্সিনের অগ্রগতি কতদূর, বা হলেও সেটা... moreLet's meet the Change-makers with Rakib Al Hasan powered by Inspiring Bangladesh এর ২য় এপিসোডে ২১শে জুলাই বাংলাদেশ সময় রাত ৯ঃ০০ টায় এবং লন্ডন স্থানীয় সময় বিকেল ৪ঃ০০ টায় আমাদের সাথে যোগ দিবেন শেফিল্ড ইউনিভার্সিটির মেডিসিন অনুষদের সিনিয়র রিসার্চ এসোসিয়েট ড. খোন্দকার মেহেদী আকরাম।
মহামারী করোনা ভ্যাক্সিন নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাজ্য, চীন, আমেরিকা, চিলি সহ বেশ কয়েকটি দেশ। রাশিয়া সফল বলে ইতোমধ্যে দাবি করেও বসেছে। এদিকে আমাদের দেশের গ্লোবের ভ্যাক্সিনের অগ্রগতি কতদূর, বা হলেও সেটা কি বাস্তবসম্মত কিনা? এসব নিয়ে প্রশ্ন থাকবে এই বিশেষজ্ঞের কাছে।
এছাড়াও তার ব্যক্তিগত লক্ষ্য, জীবন দর্শন নিয়ে তো প্রশ্ন থাকছেই। দর্শকরাও অংশ নিতে পারেন আমাদের সাথে। আপনাদের প্রশ্ন বা মন্তব্য জানাতে পারেন কমেন্টবক্সে।