Let's meet the Change-makers with Rakib Al Hasan এর প্রথম এপিসোডে আজ আলোচনা হবে নুমেরি সাত্তার অপারের সাথে। ডিজিটাল প্ল্যাটফর্মে তার উদ্যোগ, শিক্ষা দানের পদ্ধতি, ভিশন এবং ব্যক্তিগত জীবনদর্শন নিয়ে আলোচনা হবে ঠিক রাত ৮ঃ০০ টায়। লাইভ আলোচনাটি দেখতে থাকুন আমাদের সাথে।
Let's meet the Change-makers with Rakib Al Hasan in the first episode today. Today's guest is Numeri Sattar Apar. His initiatives on the digital platform, teaching methods, vision and personal life philosophy will be discus... moreLet's meet the Change-makers with Rakib Al Hasan এর প্রথম এপিসোডে আজ আলোচনা হবে নুমেরি সাত্তার অপারের সাথে। ডিজিটাল প্ল্যাটফর্মে তার উদ্যোগ, শিক্ষা দানের পদ্ধতি, ভিশন এবং ব্যক্তিগত জীবনদর্শন নিয়ে আলোচনা হবে ঠিক রাত ৮ঃ০০ টায়। লাইভ আলোচনাটি দেখতে থাকুন আমাদের সাথে।
Let's meet the Change-makers with Rakib Al Hasan in the first episode today. Today's guest is Numeri Sattar Apar. His initiatives on the digital platform, teaching methods, vision and personal life philosophy will be discussed at 8:00 pm. Stay tuned to see the live discussion with us.
About Inspiring Bangladesh
Inspiring Bangladesh is a Social Media Platform for Inspiring Stories.
বিশ্বকাতারে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশকে বিশ্বকাতারের সর্বোচ্চ সীমায় তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন নানা ব্যক্তিবর্গ; তাদেরকে সুপারহিরো হিসেবে সম্বোধন করলেও কম বলা হয়ে যায়। এভাবেই শত পরিশ্রম, শত প্রচেষ্টা, শত আকাঙ্ক্ষার মাঝে প্রতিনিয়ত তারা প্রকাশ করে যাচ্ছেন তাদের জীবনের হাজারো না বলা কথা, হতাশার বেড়াজালকে জয় করে দারুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার খন্ড খন্ড গল্পগুলো। কিন্তু কেন জানি তাদের অবদানগুলো খুব একটা আমাদের কান অব্দি পৌছোয় না শুধুমাত্র একটি প্রকাশনার মাধ্যমের ঘাটতির অভাবে। বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে তাদের জীবনের এসব খন্ড খন্ড গল্পগুলোকেই তরুণসমাজের মাঝে ��ুলে ধরতে আমরা এসেছি “ইন্সপায়ারিং বাংলাদেশ” নিয়ে; একটি ভিন্নধর্মী সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, যার মাধ্যমে আমরা জানতে পারব পরাজয় কে মেনে না নিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপায়গুলো, তাদের গল্পগুলো থেকে নিতে পারব অনুপ্রেরণা, যা নতুন মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে মনে জাগাবে সাহস, জাগাবে আত্নবিশ্বাস। আর এটিই নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি অফুরন্ত, দুরন্ত গতিতে।