এ পর্বে আলোচক হিসেবে আলোচনায় থাকবেন এলআইসিটি প্রজেক্ট-এর কমিউনিকেশন স্পেশালিষ্ট অজিত কুমার সরকার এবং ইন্সপায়ারিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। আপনারা আমন্ত্রিত।
এ পর্বে আলোচক হিসেবে আলোচনায় থাকবেন এলআইসিটি প্রজেক্ট-এর কমিউনিকেশন স্পেশালিষ্ট অজিত কুমার সরকার এবং ইন্সপায়ারিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। আপনারা আমন্ত্রিত।
এ পর্বে আলোচক হিসেবে আলোচনায় থাকবেন এলআইসিটি প্রজেক্ট-এর কমিউনিকেশন স্পেশালিষ্ট অজিত কুমার সরকার এবং ইন্সপায়ারিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। আপনারা আমন্ত্রিত।
এ পর্বে আলোচক হিসেবে আলোচনায় থাকবেন এলআইসিটি প্রজেক্ট-এর কমিউনিকেশন স্পেশালিষ্ট অজিত কুমার সরকার এবং ইন্সপায়ারিং বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ। আপনারা আমন্ত্রিত।
তুবাকে মনে আছে আপনার? তুবার গল্পটা জানেন? আবার বলছি।
২০১৯ সালের ২০ জুলাই। ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮ টা। তসলিমা বেগম রেণু তার ৪ বছর বয়সী মেয়ে তুবাকে এ স্কুলে ভর্তি করতে চান। সে খোঁজ নিতেই তিনি স্কুলে এসেছেন। মেয়ের ভর্তির খোঁজ আর নেয়া হয়না তার। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণুকে হত্যা করা হয়। প্রকাশ্যে, দিবালোকে।
কাজ শেষ করেই মা তুবার জন্য চকলেট নিয়ে বাসায় ফিরবেন। সে আশাতেই চার বছরের ছোট্ট মেয়ে তুবা মায়ের জন্য অপেক্ষা করছে। গত এক বছরেও মায়ের জন্য ... moreতুবাকে মনে আছে আপনার? তুবার গল্পটা জানেন? আবার বলছি।
২০১৯ সালের ২০ জুলাই। ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮ টা। তসলিমা বেগম রেণু তার ৪ বছর বয়সী মেয়ে তুবাকে এ স্কুলে ভর্তি করতে চান। সে খোঁজ নিতেই তিনি স্কুলে এসেছেন। মেয়ের ভর্তির খোঁজ আর নেয়া হয়না তার। ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রেণুকে হত্যা করা হয়। প্রকাশ্যে, দিবালোকে।
কাজ শেষ করেই মা তুবার জন্য চকলেট নিয়ে বাসায় ফিরবেন। সে আশাতেই চার বছরের ছোট্ট মেয়ে তুবা মায়ের জন্য অপেক্ষা করছে। গত এক বছরেও মায়ের জন্য তুবার সে অপেক্ষা যেন শেষ হচ্ছেনা। মায়ের কথা মনে পড়লেই সে কেঁদে কেঁদে ভাই মাহিরের কাছে, কখনও খালার কাছে প্রশ্ন করে, “মা কখন ফিরবে”? মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে ঘুম ঘুম চোখে তুবা তার ছোট হাত দিয়ে একটা পরিচিত শরীর খুঁজে। তুবা আবার কাঁদতে থাকে। সেই কান্না সংক্রমিত হতে থাকে ভাই মাহিরের চোখ হয়ে সহস্র চোখে।
তুবার জীবনে যা ঘটেছে তা যেন আর কারো জীবনে না ঘটে। চলুন সবাই মিলে গুজব ও মিথ্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।