সব রকমের গাড়ি ঠিক করতে পারেন রাব্বি আপা

তার নাম রাবেয়া সুলতানা রাব্বি, কিন্তু সবাই তাকে ডাকে রাব্বি আপা, একজন মোটর মেকানিক।

কেয়ার বাংলাদেশ নামের একটি সংস্থার গাড়ির গ্যারাজে কাজ করেন তিনি।

বাংলাদেশে সাধারণত পুরুষদেরকেই এই কাজ করতে দেখা যায়।

তবে তার বাবা মাকে দেখাশোনা করতে গিয়েই রাব্বি আপাকে এই কাজটি শুরু করতে হয়।

স্বামীর চেয়েও বেশি রোজগার করেন তিনি। সেকারণে স্বামী তার চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে শিশুদের দেখাশোনা করতে শুরু করেন।

ত্রিশোর্ধ নারীদের জীবন সংগ্রাম নিয়ে বিবিসি বাংলার ধারাবাহিক 'তিরিশে ফিনিশ'-এর এই গল্পটি রাবেয়া সুলতানা রাব্বির জীবন সংগ্রামের।

#তিরিশেফিনিশ?

Source: https://www.bbc.com/bengali/news-50466121

Posted in Lifestyle Blogs on April 22 2022 at 03:59 PM

Comments (0)

No login
color_lens
gif