পাইলিংঃ
পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে।
বিশ্বে এখনো পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি।
ভূমিকম্পঃ
পদ্মা সেতুতে ‘ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের’ সক্ষমতা হচ্ছে ১০ হাজার টন যা পৃথিবীর কোন সেতুতে নেই। ৯ মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে।
নদীশাসনঃ
নদীশাসনের জন্য ১১০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এর আগে বিশ্বে নদীশাসনে এককভাবে এত বড় দরপত্র আর হয়নি।
#পদ্মাসেতু
Comments (0)