টিকা প্রদানের তালিকার রয়েছেন উচ্চ ঝুঁকিসম্পন্ন ডাক্তার-চিকিৎসাকর্মী, শিক্ষক ও সমাজসেবাকর্মীরা। গুরুত্ব দেয়া হচ্ছে ষাটোর্ধ্বদের। তবে, অন্ত্বসত্ত্বা বা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছেন- এমন ব্যক্তিদের ক্ষেত্রে শিথিল বিধিমালা।
২১ দিনের ব্যবধাণে দুটি ডোজ গ্রহণ করতে হবে এ প্রতিষেধকের। আপাতত রাজধানী মস্কো’তে শুরু হলেও, আগামী সপ্তাহ থেকে গোটা দেশে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি বছরই ২০ লাখ ডোজ তৈরির প্রত্যাশা রাশিয়ার।
Comments (1)