আমাদের চিত্রকলায় পশ্চিমা প্রভাব কেমন, ইজমের ঘেরাটোপে এদেশে চিত্রকলার বর্তমান পরিস্থিতি কেমন?
যত যাই বলি না কেন, আমাদের শিল্পচর্চার ক্ষেত্রে পশ্চিমা প্রভাব অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমার দৃষ্টিতে যা মনে হয়, পশ্চিমের শিল্প আন্দোলন বা ইজম যতই প্রভাব বিস্তার করুক না কেন দিনশেষে তা আমাদের নিজস্ব ও স্থানিক হয়ে ওঠে। অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে কেউ যদি কিউবিজম বা ফবইজম ধারায় চেষ্টা করেন তবে তার চিত্র কিন্তু সরাসরি ইয়োরোপীয় ঘরনার হচ্ছে না। কারণ সেখানে যে বিষয়টি, চিন্তাটি তুলে আনা হচ্ছে তা তো... moreআমাদের চিত্রকলায় পশ্চিমা প্রভাব কেমন, ইজমের ঘেরাটোপে এদেশে চিত্রকলার বর্তমান পরিস্থিতি কেমন?
যত যাই বলি না কেন, আমাদের শিল্পচর্চার ক্ষেত্রে পশ্চিমা প্রভাব অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমার দৃষ্টিতে যা মনে হয়, পশ্চিমের শিল্প আন্দোলন বা ইজম যতই প্রভাব বিস্তার করুক না কেন দিনশেষে তা আমাদের নিজস্ব ও স্থানিক হয়ে ওঠে। অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে কেউ যদি কিউবিজম বা ফবইজম ধারায় চেষ্টা করেন তবে তার চিত্র কিন্তু সরাসরি ইয়োরোপীয় ঘরনার হচ্ছে না। কারণ সেখানে যে বিষয়টি, চিন্তাটি তুলে আনা হচ্ছে তা তো আমাদের দেশেরই উপস্থাপনা। ইতিহাস বিশ্লেষণে আমরা জানি অতীতেও প্রতিনিয়ত আমাদের এই অঞ্চলে নানান প্রভাব এসেছিল এবং তা গ্রহণ বর্জনের মাধ্যমে আমরা আমাদের নিজস্বতাকেই টিকিয়ে রেখেছি। তাই বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া অনেক বেশি উদার। যখন যাই গ্রহণ করুক না কেন সবকিছুর মাধ্যমে নিজেই প্রকাশিত।