#পথশিশু
কে আপনি? কে আমি? এই প্রশ্নটা কখনো করেছেন ? হয়তো হ্যা বা না। তবে এর একটাই উত্তর "আমি বা আপনি মানুষ " কিন্তু ওরা আরে ঐ যে পথে যারা থাকে তারা কি পথে যে শিশুরা থাকে তারা কি হুম তারা পথশিশু অনেকেই তাদের টুকাই ও বলে । অনেকে অনেক কিছুই বলে । হয়তো একদিন আপনার সামনে এসে বলল " ভাই ১০ টা টেকা দেন কিছু খাই " তখন আপনি হয়তো ১০/২০/৩০ টাকা দিবেন বা নিজেকে একটু ভালো মানুষ মনে করলে একবার পেট ভরে খাওয়াবেন । কিন্তু এটা কি ভেবেছেন বছরে তো ৩৬৫ দিন আর বাকি ৩৬৪ দিন কি খাবে । ব... moreপড়ার অনুরোধ রইল
#পথশিশু
কে আপনি? কে আমি? এই প্রশ্নটা কখনো করেছেন ? হয়তো হ্যা বা না। তবে এর একটাই উত্তর "আমি বা আপনি মানুষ " কিন্তু ওরা আরে ঐ যে পথে যারা থাকে তারা কি পথে যে শিশুরা থাকে তারা কি হুম তারা পথশিশু অনেকেই তাদের টুকাই ও বলে । অনেকে অনেক কিছুই বলে । হয়তো একদিন আপনার সামনে এসে বলল " ভাই ১০ টা টেকা দেন কিছু খাই " তখন আপনি হয়তো ১০/২০/৩০ টাকা দিবেন বা নিজেকে একটু ভালো মানুষ মনে করলে একবার পেট ভরে খাওয়াবেন । কিন্তু এটা কি ভেবেছেন বছরে তো ৩৬৫ দিন আর বাকি ৩৬৪ দিন কি খাবে । বা কে খাওয়াবে হয়তো আপনার মতো কেউ দুই-একদিন খাবার দিবে। অন্যদিকে বলা যায় তাদের দেখলে কেউ কেউ একটু দূরত্ব বজায় রাখে আর কাছে গেলে বলে " কাজ করে খেতে পার না " এই বলে ৫/১০ টাকা দিয়ে দেয়। আবার কেউ বলে" মাফ কর" আবার কেউ কেউ বলে " যা অন্য জায়গায় যা " আর কাজ চাইতে গেলে নিজেকে উত্তম ব্যক্তি সাজিয়ে বলে" আরে তোমার তো এখন পড়াশোনা করার বয়স" এই বলে ৫০/১০০ টাকা দিয়ে বলে " যাও কিছু খেয়ে নিও । তোমাকে দিয়ে আমি কাজ করাতে পারব না আমার বিবেক আছে""
আবার কোনো এক স্পেশাল দিনে বা কোনো দিবসে একবার খাবার দিয়ে কয়েক টা পিক তোলে ফেসবুকে ছাড়বে। এখানেই শেষ আবার পরের বছরের অপেক্ষায় ।
ফেসবুকে একটা টি - শার্ট দেখে পছন্দ হইছে একটু বেশি দামে হলেও কিনবে কারণ এটা শখ আবার ১০০/১৫০ টাকা ডেলিভারি চার্জ ও দেয় । এখানে তো টাকা অপচয় হয় না কারণ নিজের শখ পূরণ হলো। আবার মাঝে মধ্যে টাকা মেরে দেয় । কিন্তু কোনো সংগঠন বা কোনো ব্যক্তি পোস্ট করে "এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান যার যার সামর্থ অনুযায়ী বিকাশে পাঠান" যদিও সম্পুর্ণ প্রমান দিয়ে থাকে তবুও বলে এটা ফেক , বাটপার , চিৎকার ইত্যাদি ।
এক - দুইটা সরকারি বা বেসরকারি সংস্থা এদের সবার মুখে পারবে না সম্ভব না । তার জন্য প্রয়োজন সবার সাহায্য ।
যদি সাহায্য করতে না পারেন তাহলে দেখলে অন্তত সামর্থ অনুযায়ী একবার খাবার দিয়েন। সবাই বলে দেখে গরিব এর জন্য এটা করব অটা করব । কিন্তু কেউ স্বপ্ন দেখে না আমি পথশিশুদের জন্য একটা অনাথ আশ্রম করব । কেউ তো একবার বলেও না এদের জন্য কিছু করব।
সবাই কম বেশী দেখি পথশিশুরা সারাদিন
ঘুডছে এখান থেকে অখানে শুধু এদের ভিতরের ক্ষুধা টা কেউ দেখে না ,কষ্ট ও দুঃখ টা কেউ উপলব্ধি করতে পারে না।
কোনো সময় যেন এদের জন্য বড় কিছু করতে পারি এর সামর্থ দিও আল্লাহ
😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓😓