মিয়া মোঃ নয়ন আখতার

  • Gender: Male
  • Born on: July 07

Album Photo

Recent Activities

  • মিয়া মোঃ নয়ন আখতার
    বিগত আড়াই হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাঙালি জাতিকে একটি স্বাধীন ভূখণ্ড উপহার দেন ভূমিপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। মধুমতি-বাইগার নদীর পানিতে ভিজে, তাল-তমাল-হিজলের সবুজভরা হৃদয় নিয়ে, ক্রমেই বেড়ে ওঠেন। সেই ছোট্ট খোকা থেকে পরিণত হন জাতির পিতায়। এরপর বিশ্বনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু কোনো ব্যক্তির নাম নয়, তিনি স্বয়ং একটি প্রতিষ্ঠান; তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে সুদীর্ঘ ২৪ বছরের আন্দোলন-সংগ্রা...  more
  • মিয়া মোঃ নয়ন আখতার
    দেশে ফিরেই দ্রুত লইস্কা বিলে নিহতদের পরিবারের খোঁজ-খবর নিতে বিজয়নগরে ছুটে গেলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের মাননীয় সংসদ সদস্য #যুদ্ধাহত_বীর_মুক্তিযোদ্ধা_র_আ_ম_উবায়দুল_মোকতাদির_চৌধুরী। চিকিৎসা নিতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে দুর্ঘটনার সংবাদ শোনামাত্র-ই তিনি টেলিফোনে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দিকনির্দেশনা দেন এবং সফর সংক্ষিপ্ত করে দেশে চলে আসেন। আপনাকে ধন্যবাদ লিডার ❤🇧🇩
  • মিয়া মোঃ নয়ন আখতার
    ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর সভাপতি, প্রজ্ঞাবান পরিচ্ছন্ন পরিশ্রমী স্পষ্টবাদী পরোপকারী আদর্শবান সৎ শিক্ষিত ইসলামিক চিন্তাবিদ, বর্ষীয়ান রাজনীতিবিদ, ব্রাহ্মণবাড়িয়ার জীবন্ত কিংবদন্তি, আধুনিক ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের মহাকাব্য রচয়িতা, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার স্বপ্ন দ্রষ্টা স্থপতি, বঙ্গবন্ধুর আদর্শের অকতোভয় দুঃসময়ের সাহসী সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের বিশ্বস্ত ভ্যানগার্ড, নির্যাতিত নিপীড়িত খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রাণের স্পন্দন, ...  more
  • মিয়া মোঃ নয়ন আখতার
    আওয়ামী লীগ এর অবদান কী এই দেশের জন্য প্রশ্ন বিএনপি মহাসচিবের?
    উত্তর দেওয়ার চেষ্টা করেছি -
    এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।১৯৪৯ সালের ২৩ এ জুন আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক এবং বাঙ্গালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এই সংগঠন টির পথচলা শুরু হয়ে আজ ও পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা এর নেতৃত্বে এই সংগঠন দেশের জনগনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
    ১৯৪৯ সাল থেকে দেশের প্রতিটি ন্যায়ের অধিকার...  more