• Jubair Mahamud Protim
    উত্তেজিত হয়ে "জয় বাংলা!" বলবেন না!

    মুক্তিযুদ্ধের সময়কালের কথা। উত্তাল একাত্তরের কোন এক সময় পাকিস্তান সৈন্যবাহিনী কিশোরগঞ্জের কটিয়াদিসহ এর আশেপাশের এলাকাতে শক্ত ঘাঁটি স্থাপন করে।
    এই কটিয়াদি এলাকায় পাক আর্মি এবং রাজাকারদের ব্যাপক চলাচল থাকায় এই এলাকায় মুক্তিবাহিনীর কোন ঘাঁটি স্থাপন সম্ভব হয়নি। একসময় মুক্তিবাহিনী এ এলাকায় তৎপরতা বৃদ্ধি করলে দলের নেতা হারুন-অর-রশিদ একরাতে জানতে পারেন পাকিস্তান সৈন্যবাহিনীর পাঁচটি সৈন্যবাহী লঞ্চ বেলাবো থেকে কটিয়াদি এসে অপেক্ষা করছে এবং পরদিন লঞ্চগুলো য...  more
    1 0 0 0 0 0 1
    • No login
      color_lens
      gif
      Please login or register