• Jubair Mahamud Protim
    রূপক অর্থে বলা যেতেই পারে "মানুষ যা চায় তা পায় না!"
    এর মূখ্য এবং একমাত্র কারন মানুষ নিজেই।
    কোন মানুষই তাঁর সবচেয়ে প্রিয় জিনিসটাও কখনো তাঁর সবটুকু মানসিক শক্তি দিয়ে আপন করে চায় না।
    হয়তো সর্বোচ্চ ষাট ভাগ মানসিক শক্তি ব্যায় করে;
    আর যারা প্রিয় জিনিসটা পায় তারাই ঐ ষাট ভাগ চায়।
    তবুও ঐ যে চল্লিশ ভাগ বাকী,
    তাই প্রিয় জিনিসটা পাওয়ার পরেই প্রিয় ব্যক্তি বা বস্তুর গুরুত্ব তাঁর কাছ থেকে কমতে থাকে আর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে!
    এজন্যই হয়তো ক্যাম্পাসের সবচেয়ে কিউট কাপলটারও বিচ্ছেদ হয় বা বিয়ে হলেও দাম্পত্য অশান্তির...  more
    3 2 0 0 0 0 5