মি. হেমি হোসেন ডিজিটাল মার্কেটে ও ডিজিটাল প্লাটফর্মে একজন সফল এন্টারপেনার এবং পাশাপাশি তিনি একজন সফল লেখক। মি. হেমি হোসেন অস্ট্রিলিয়ার RMIT University ও University of Ballarat থেকে পড়াশুনা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রিলিয়ায় বসবাস করছেন। মি. হেমি হোসেন Digital Influencer Media, DGHub24, Digital Entrepreneur Hub এর সিইও(CEO) and Funder- Grow with Hemi. মি. হেমি হোসেন Winner of the best Business Award in Melbourne in 2018 । মি. হেমি হোসেন ডিজিটাল মার্... moreমি. হেমি হোসেন-একজন সফল উদ্যোক্তা সম্পর্কেঃ
মি. হেমি হোসেন ডিজিটাল মার্কেটে ও ডিজিটাল প্লাটফর্মে একজন সফল এন্টারপেনার এবং পাশাপাশি তিনি একজন সফল লেখক। মি. হেমি হোসেন অস্ট্রিলিয়ার RMIT University ও University of Ballarat থেকে পড়াশুনা করেছেন। বর্তমানে তিনি অস্ট্রিলিয়ায় বসবাস করছেন। মি. হেমি হোসেন Digital Influencer Media, DGHub24, Digital Entrepreneur Hub এর সিইও(CEO) and Funder- Grow with Hemi. মি. হেমি হোসেন Winner of the best Business Award in Melbourne in 2018 । মি. হেমি হোসেন ডিজিটাল মার্কেটে ও ডিজিটাল প্লাটফর্মে সফল হওয়ার জন্য একটি বই লিখেছেন। যার নাম হচ্ছে Fire Your Boss । যেটি ইংলিশ ভার্সনে প্রথম প্রকাশ পায় ২০২০ সালে এবং অ্যামাজনে টপ সেলার হিসাবে স্বীকৃতি পায়। তিনি তার Fire Your Boss বইটিতে লিখেছেন কিভাবে একজন সফল ডিজিটাল এন্টারপেনার হওয়া যায় সে সম্পর্কে। এছাড়া তিনি বইটিতে ডিজিটাল এন্টারপেনার হওয়ার জন্য কিছু কৌশল ও পদ্ধতি সম্পর্কে লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন। যাহা একজন মানুষকে খুব সহজে ডিজিটাল এন্টারপেনার হতে সাহায্য করবে। মি. হেমি হোসেন মনে করেন অন্যের সাফল্যকে উজ্জীবিত বা দেখিয়ে দিতে পারলেই নিজের সফলতা অর্জন হয়ে যায়। সেজন্য তিনি ডিজিটাল এন্টারপেনার বানানোর লক্ষ্যে বাংলাদেশের তরুণদের বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি মনে করেন তরুণরাই পারবে আগামী ডিজিটাল প্রজন্ম গড়তে। এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে। তিনি চান তরুন যারা আছে তারা যেন ডিজিটাল মার্কেটে নিজেদের ক্যারিয়ারের পাশাপাশি এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। ধন্যবাদ #Freepreneur #CareersHubBangladesh#InspiringBangladesh যারা এমন একজন মানুষ সম্পর্কে জানতে সহায়তা করেছেন । আর নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করেছেন।