ইন্সপাইরেশন জিনিসটা আসলে কি, অনেকের কাছে এটা শুধুই একটা শব্দ মাত্র, আবার অনেকের কাছে এটা একটা লাইফ স্টাইল। আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় রয়েছি যেটা প্রতিনিয়তই আমাদেরকে নেগেটিভিটিতে আচ্ছন্ন করে রেখেছে। যখনই আমরা কেউ নতুন কোন কিছু করতে চাই কিংবা ট্রেডিশনাল জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চাই আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যারা সফল হতে চায়, যাদের মনোবল দৃঢ় এবং যারা জীবনে নিজেকে বলার মত একটা গল্প সৃষ্টি করতে চায় তারা শুধু একটা সিম্পল ফর্মুলা... moreইন্সপাইরেশন জিনিসটা আসলে কি, অনেকের কাছে এটা শুধুই একটা শব্দ মাত্র, আবার অনেকের কাছে এটা একটা লাইফ স্টাইল। আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় রয়েছি যেটা প্রতিনিয়তই আমাদেরকে নেগেটিভিটিতে আচ্ছন্ন করে রেখেছে। যখনই আমরা কেউ নতুন কোন কিছু করতে চাই কিংবা ট্রেডিশনাল জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে চাই আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যারা সফল হতে চায়, যাদের মনোবল দৃঢ় এবং যারা জীবনে নিজেকে বলার মত একটা গল্প সৃষ্টি করতে চায় তারা শুধু একটা সিম্পল ফর্মুলা ফলো করে.... সেটা হল ইন্সপায়ারড থাকা। একটা গল্প শুনেছিলাম অনেকদিন আগে, কোন এক বিজনেস কনফারেন্সে একজন সফল বিজনেসম্যান কে প্রশ্ন করা হলো আপনার সফলতার রহস্য কি, উত্তরে সেই ভদ্রলোক বললেন, আমার রহস্য হলো গুড ডিসিশান নেওয়া। সবাই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে গুড ডিসিশন নেওয়ার রহস্য কি, এইবার উত্তরে ভদ্রলোক বললেন, সেটা হল অভিজ্ঞতা। এবার আবার সবাই জিজ্ঞেস করলো তাহলে অভিজ্ঞতার রহস্য কি, এবার তিনি মুচকি হেসে বললেন সেটা হল ব্যাড ডিসিশান নেওয়া। তো ভাই লোক জীবনে সফল হতে হলে অনেক ভুল ডিসিশন নিতে হবে, অনেক হোঁচট খেতে হবে কিন্তু মোস্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্টলি এসব কিছুর মাঝেও ইন্সপায়ারড থাকতে হবে প্রতিনিয়ত।
#Freepreneur কেমন ডিসিশান হবে আমার জীবনে দেখার অপেক্ষায় রইলাম, শুভ কামনা রইল সকলের প্রতি।