আজ “ট্রাইকোটেক্স উইমেনস ফুটবল লীগ ২০১৯-২০”-এর প্রথম ম্যাচটি ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহি মোঃ মোস্তফা কামাল স্টেডিয়াম-এ বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব কে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। স্পার্টান এমকে গ্যালাকটিকোস সিলেট এফসির হয়ে খেলার ৫ মিনিট এ প্রথম গোলটি করেন রুকসানা এবং ৫০ ও ৬৩ মিনিট এ আরো ২টি গোল করেন বন্যা।
“ট্রাইকোটেক্স উইমেনস ফুটবল লীগ ২০১৯-২০”-এর বস... moreআজ “ট্রাইকোটেক্স উইমেনস ফুটবল লীগ ২০১৯-২০”-এর প্রথম ম্যাচটি ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহি মোঃ মোস্তফা কামাল স্টেডিয়াম-এ বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসি বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব কে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। স্পার্টান এমকে গ্যালাকটিকোস সিলেট এফসির হয়ে খেলার ৫ মিনিট এ প্রথম গোলটি করেন রুকসানা এবং ৫০ ও ৬৩ মিনিট এ আরো ২টি গোল করেন বন্যা।
“ট্রাইকোটেক্স উইমেনস ফুটবল লীগ ২০১৯-২০”-এর বসুন্ধরা কিংস ও জামালপুর কাচারিপাড়া একাদশ এর মধ্যকার দ্বিতীয় ম্যাচটি ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ শিপাহি মোঃ মোস্তফা কামাল স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হয়। খেলায় বসুন্ধরা কিংস জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৩-১ গোলের এক বিশাল ব্যবধানে পরাজিত করে। বসুন্ধরা কিংস এর হয়ে সাবিনা খাতুন ৫ টি, নার্গিস, মারিয়া, সপ্না, তহুরা ও শিউলি ১টি করে গোল করেন। জামালপুর কাচারিপাড়া একাদশ এর হয়ে একটি মাত্র গোল করেন আর্শিতা জাহান আশা।
Today, the first match of Tricotex Women's Football League 2019-20 was played between Begum Anwara Sporting Club and Spartan MK Galactico Sylhet FC at Kamalapur Birshreshtha Shaheed Shipahi Md. Mostafa Kamal Stadium in Dhaka. In the match, Spartan MK Galactico Sylhet FC defeated Begum Anwara Sporting Club by 3-1 goals. Ruksana scored the first goal in 5 minutes for Spartan MK Galactico Sylhet FC and Bonya scored two more goals in 50 and 63 minutes.
The second match of Tricotex Women's Football League '2019-20' between Bashundhara Kings and Jamalpur Kacharipara Akadas was held at Birshreshtha Shaheed Shipahi Md. Mostafa Kamal Stadium in Kamalapur, Dhaka. In the match, Bashundhara Kings defeated Jamalpur Kacharipara Akadas by a huge margin of 13-1 goals. Sabina Khatun scored the highest 5 goals, and Nargis, Maria, Shopna, Tohura & Shiuli scored 1 goal each for Bashundhara Kings. Arshita Jahan Asha scored the only goal for Jamalpur Kacharipara Akadas.