• Rahman Totul
    বাঙালী চাইলেই তো অনেক দূর উপরে উঠতে পারে, চাইলেই তো আকাশ ছুঁতে পারে। বড় বড় শহরের মেঘ ফুঁড়ে দাঁড়িয়ে থাকা উঁচু ভবনগুলো দেখলে একজন বাঙ্গালির কথাই শুধু মনে পড়ে। বলছি টিউব স্ট্রাকচারাল পদ্ধতির জনক, কাঠামো প্রকৌশলী, মানবতাবাদী, শিক্ষাবিদ ফজলুর রহমান খানের কথা। সারা বিশ্বের কাছে তিনি এফ আর খান নামে পরিচিত। তাকে বলা হয় 'স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন।' তার হাতেই শুরু হয় মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, নগরের পাখি হবার স্বপ্ন।

    বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে...  more
    6 0 0 0 0 0 6
    • No login
      color_lens
      gif
      Please login or register