যারা বলে স্কাউটিং করে কি লাভ?
স্কাউটিং করে কি পেয়েছো?
তাদের উদ্দেশ্যই বলছিঃ-
💟স্কাউটিং কিছু পাওয়া বা উপার্জন করার মাধ্যম বা পেশা না। এইটি একটি সেবাধর্মী আন্দোলন। স্কাউটিং কি জন্য বা স্কাউটিং করে কি পেয়েছি তা বলে শেষ করা যাবে না,,,
স্কাউটিং করে কি পেয়েছিঃ-
১.স্কাউটিং করে পেয়েছি সম্মান। যদি বলেন কেমন সম্মান তাহলে বলবো তা অনুভব করার বিষয়।
২.আত্মমর্যাদাবান হতে শিখেছি।
৩.নিজেকে একজন দায়িত্ববান ব্যক্তি মনে হয়।
৪. পেয়েছি অনেক ব্যক্তির ভালোবাসা।
৫.পেয়েছি সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়... moreযারা বলে স্কাউটিং করে কি লাভ?
স্কাউটিং করে কি পেয়েছো?
তাদের উদ্দেশ্যই বলছিঃ-
💟স্কাউটিং কিছু পাওয়া বা উপার্জন করার মাধ্যম বা পেশা না। এইটি একটি সেবাধর্মী আন্দোলন। স্কাউটিং কি জন্য বা স্কাউটিং করে কি পেয়েছি তা বলে শেষ করা যাবে না,,,
স্কাউটিং করে কি পেয়েছিঃ-
১.স্কাউটিং করে পেয়েছি সম্মান। যদি বলেন কেমন সম্মান তাহলে বলবো তা অনুভব করার বিষয়।
২.আত্মমর্যাদাবান হতে শিখেছি।
৩.নিজেকে একজন দায়িত্ববান ব্যক্তি মনে হয়।
৪. পেয়েছি অনেক ব্যক্তির ভালোবাসা।
৫.পেয়েছি সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার
শিক্ষা।
৬.কিছু না পেলেও কিছু অকৃত্রিম বন্ধু পেয়েছি, পেয়েছি তাদের ভালোবাসা যা অতুলনীয়।
কি হবেঃ-
১.অপরকে সেবা প্রদানের মাধ্যমে আত্মার প্রশান্তি হবে।
২.একজন আদর্শ ব্যক্তি হওয়া যাবে।