• Monjurul Islam Nobel
    মুজিব নগর সরকারের সামরিক বাজেট কত ছিল!

    মুজিব নগর সরকার, বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্হা।১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধ চলাকালে ৬ মাসের জন্য এই সরকার একটি বাজেটও ঘোষণা করে। যুদ্ধকবলিত একটি দেশের বাজেট আহামরি বিশাল অংকের না হলেও এটি ছিল অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবসম্মত বাজেট। দেশে যুদ্ধ চলমান থাকায় সেসময় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল সামরিক বাহিনীর জন্য ব্যয়।

    জেনে অবাক...  more
    2 1 0 0 0 0 3
    • No login
      color_lens
      gif
      Please login or register