মুজিব নগর সরকার, বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্হা।১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধ চলাকালে ৬ মাসের জন্য এই সরকার একটি বাজেটও ঘোষণা করে। যুদ্ধকবলিত একটি দেশের বাজেট আহামরি বিশাল অংকের না হলেও এটি ছিল অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবসম্মত বাজেট। দেশে যুদ্ধ চলমান থাকায় সেসময় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল সামরিক বাহিনীর জন্য ব্যয়।
জেনে অবাক... moreমুজিব নগর সরকারের সামরিক বাজেট কত ছিল!
মুজিব নগর সরকার, বাংলাদেশের প্রথম সরকার ব্যবস্হা।১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। মুক্তিযুদ্ধ চলাকালে ৬ মাসের জন্য এই সরকার একটি বাজেটও ঘোষণা করে। যুদ্ধকবলিত একটি দেশের বাজেট আহামরি বিশাল অংকের না হলেও এটি ছিল অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবসম্মত বাজেট। দেশে যুদ্ধ চলমান থাকায় সেসময় সর্বোচ্চ গুরুত্ব পেয়েছিল সামরিক বাহিনীর জন্য ব্যয়।
জেনে অবাক হবেন মুজিব নগর সরকারের সামরিক ব্যায় ধরা হয়েছিল মুল বাজেটের প্রায় ৭৪%। এবং সবচেয়ে কম বরাদ্দ ছিল প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ খাতে, যা মাত্র ০.১৫%। ক্যাম্পে ১,০০০ জনের এক মাসের খরচ ধরা হয়েছিল ৪৫,০০০ টাকা।জনপ্রতি বেতন ছিল ৩৩ টাকা, রাষ্ট্রপতির বেতন ধরা হয়েছিল ২,০০০ টাকা। সেসময় দেশ থেকে সর্বমোট ১১ কোটি টাকার রিজার্ভ জড়ো করা হয়েছিল, পরবর্তীতে পাট বিক্রি করে পাওয়া গিয়েছিল ১ লক্ষ টাকা। এই ছিল বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বাস্তবসম্মত বাজেট।