কিছু অবিশ্বাস্য সত্য , যা কেউ সহজে বিশ্বাস করবে না! #দাঁড়িতে আগুন লাগার কারনে মারা যান
১৫৬৭ সালের এক তথ্যে জানা যায়, অষ্ট্রিয়ার ব্রাউনউ এম ইন ইন ব্যাক শহরের মেয়র ছিলেন হ্যান্স স্টেইনঞ্জার নামের এক ব্যক্তি। সে সময় তার প্রায় চার ফুট লম্বা দাড়ি ছিল যা তৎকালীন সবচেয়ে বড় দাঁড়ির রেকর্ড। তিনি একদিন আগুন সরানোর মহড়া দেয়ার সময় দাঁড়িতে অগ্নিদগ্ধ হন। এ সময় জ্বলন্ত অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার চেষ্টাকালে দাঁড়িতে পা পেঁচিয়ে পড়ে যান এবং সেখান থেকে নিচে গড়িয়ে পড়ে ঘাড় ভেঙে মারা যান!
দাড়ির কারণেও যে জীবনে দাঁড়... moreকিছু অবিশ্বাস্য সত্য , যা কেউ সহজে বিশ্বাস করবে না! #দাঁড়িতে আগুন লাগার কারনে মারা যান
১৫৬৭ সালের এক তথ্যে জানা যায়, অষ্ট্রিয়ার ব্রাউনউ এম ইন ইন ব্যাক শহরের মেয়র ছিলেন হ্যান্স স্টেইনঞ্জার নামের এক ব্যক্তি। সে সময় তার প্রায় চার ফুট লম্বা দাড়ি ছিল যা তৎকালীন সবচেয়ে বড় দাঁড়ির রেকর্ড। তিনি একদিন আগুন সরানোর মহড়া দেয়ার সময় দাঁড়িতে অগ্নিদগ্ধ হন। এ সময় জ্বলন্ত অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার চেষ্টাকালে দাঁড়িতে পা পেঁচিয়ে পড়ে যান এবং সেখান থেকে নিচে গড়িয়ে পড়ে ঘাড় ভেঙে মারা যান!
দাড়ির কারণেও যে জীবনে দাঁড়ি পড়তে পারে আজ জানলাম।😓 #কালেক্টড