বাংলাদেশের জগৎবিখ্যাত ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খানের কিছু স্থাপত্য :
এফ.আর খান যুক্তরাষ্টের শিকাগোতে অবস্থিত বিখ্যাত সিয়ার্স টাওয়ার ৪৪২ মিটার (১১০ তালা ) ডিজাইন প্রণয়ন করেন যেটি বর্তমানে উইলিস টাওয়ার নামে পরিচিত। এটি ১৯৭৩ সালে উদ্বোধন করার পর বিমান হামলায় ধ্বংস হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের রেকর্ড ভেঙ্গে দিয়ে ৪১ বছর (২০১৩)পর্যন্ত আমেরিকা মহাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং এর খেতাব ধরে রাখতে সক্ষম হয় এবং ১৯৯৬ সালে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার উদ্বোধনের আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উচু টাওয়ার হিসেবে পরিচ... moreবাংলাদেশের জগৎবিখ্যাত ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খানের কিছু স্থাপত্য :
এফ.আর খান যুক্তরাষ্টের শিকাগোতে অবস্থিত বিখ্যাত সিয়ার্স টাওয়ার ৪৪২ মিটার (১১০ তালা ) ডিজাইন প্রণয়ন করেন যেটি বর্তমানে উইলিস টাওয়ার নামে পরিচিত। এটি ১৯৭৩ সালে উদ্বোধন করার পর বিমান হামলায় ধ্বংস হওয়া ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের রেকর্ড ভেঙ্গে দিয়ে ৪১ বছর (২০১৩)পর্যন্ত আমেরিকা মহাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং এর খেতাব ধরে রাখতে সক্ষম হয় এবং ১৯৯৬ সালে মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার উদ্বোধনের আগ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে উচু টাওয়ার হিসেবে পরিচিত ছিলো !!
এছাড়াও স্যার এফ.আর খান আমেরিকার বিখ্যাত জন হেনকুক টাওয়ার , সৌদি আরবের জেদ্দা হজ্জ্ব টার্মিনাল, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি , শিকাগোর ওয়ান মেগনিফিসেন্ট মাইল সেন্টার, শিকাগোর অনটেরি সেন্টারের নকশা প্রণয়ন করেন। — with Imran Fahad
rejoice
My love, thanks for having me, my name Rejoice Anderson I am a United State Military female. please write me in my whats App Number ( +12148984741 ) i will tell you more about myself OKAY