আজ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে "POSSIBLE" এই শব্দটা নিয়ে। গল্পটা কিছু আমার জীবনের, কিছু লিখিত।
আচ্ছা impossible কী?
আমার মতে, কাজ করার অনীহা ই impossible. হ্যা কিছু জিনিস আছে যা সম্ভব হতে পারেনা।
যদি তোমার লক্ষ্য অটুট থাকে তাহলে তোমার লক্ষ্য পূরণে impossible শব্দটা আসবেনা( একজন স্যার এর কথা)।
আমি যখন এডমিশন পরীক্ষার জন্য পড়ি ও পরীক্ষা দেই প্রথমটা অকৃতকার্য হলেও ২য় থেকেই সাফল্য আসে শুধু মাত্র আমি পারবো এটা বিশ্বাস করে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আ... moreImpossible → I'm Possible
আজ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে "POSSIBLE" এই শব্দটা নিয়ে। গল্পটা কিছু আমার জীবনের, কিছু লিখিত।
আচ্ছা impossible কী?
আমার মতে, কাজ করার অনীহা ই impossible. হ্যা কিছু জিনিস আছে যা সম্ভব হতে পারেনা।
যদি তোমার লক্ষ্য অটুট থাকে তাহলে তোমার লক্ষ্য পূরণে impossible শব্দটা আসবেনা( একজন স্যার এর কথা)।
আমি যখন এডমিশন পরীক্ষার জন্য পড়ি ও পরীক্ষা দেই প্রথমটা অকৃতকার্য হলেও ২য় থেকেই সাফল্য আসে শুধু মাত্র আমি পারবো এটা বিশ্বাস করে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি আমার স্কুল জীবনের সেই হাই স্কুলে যাই একদিন। সেখানে গেলে একজন স্যার আমাকে বলে," ইব্রাহিম তুমি তো এখন বড়, ভার্সিটিতে পড়ো, তুমি এই পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের কিছু বলো। স্যার আরো বললো, এরা নাকি তাদের রেজাল্ট নিয়ে চিন্তিত। আমি স্যার এর থেকে একটি চক ও মুছনি নিয়ে ব্লাকবোর্ড একটি বাক্য লিখলাম। বাক্যটা ছিল, " I are twice in India". লেখার ৩০ সেকেন্ড এর মধ্যে ৩ জন হাত তুললো, ১-২ জন হাসতে শুরু করে। আমি তাদের থেকে একজনকে জিজ্ঞেস করলে বলে ভাইয়া, "বাক্যটা ভুল আছে, are হবেনা am হবে এবং I এর পরে কখনও am ছাড়া অন্য কিছু বসেনা। এমনকি একজন ভালো শিক্ষার্থী বললো, ভাই বাক্যটা সঠিক নয়। "। তখন আমি তাদের বলি, জীবনে অনেক অসম্ভব জিনিস সম্ভব হয়। এই বাক্যটি সঠিক এবং তাদেরকে কারণ বুঝিয়ে দিই। এই বাক্যটিতে বলা হয়েছে, I are twice in India, মানে I অক্ষরটা India শব্দের মধ্যে ২বার আছে। আমি আরো বললাম, I এর পরে are কখনও বসেনা এটা কিন্তু ৯৯% সঠিক, কিন্তু ১% নিশ্চয়তা নিয়ে কিন্তু I এর পর are বসে বাক্যটি সঠিক করে। আপনি বাক্যটি যদি একবার দেখেই ভূল বলেন সেটা কিন্তু না। দেখুন, ভাবুন ও কাজ করুন। দেখবেন সো নাথিং ইজ ইম্পসিবল।
আর Impossible বলতে আমরা কোনো শব্দ পরবোনা, পরবো I'm Possible.
পরবর্তী আমি জানতে পারি, আমাদের সেই হাইস্কুল থেকে ৮২% এর বেশি পাস করেছে যেখানে অন্য সময় ৬০-৬৫% এর মধ্যে থাকতো।
এই ফলাফল শোনার পর আমি একজন শিক্ষককে ফোন দিলে বলে, " ইব্রাহিম তোমার সেদিনে কথায় অনেক ছেলে মেয়ে পড়তে বসেছিল এবং এখন ফলাফল ভালো। তখন মনে মনে ভাবি জীবনতো এটাই, কথা বা কাজে কাউকে অনুপ্রেরণা দেওয়া।
So nothing is impossible, where the word impossible itself says, "I'm Possible"..
মোঃ ইব্রাহিম শেখ
মার্কেটিং বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়