আমার কাছে অনেক ইন্সপায়ারিং মানুষের গল্পই জমে আছে। কিন্তু আজকে আমি এমন একটা মানুষের গল্প বলবো, যিনি আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপায়ারেশন, কিন্তু তার গল্পগুলো সর্বদাই চাপা পড়ে যায়, তিনি এমন একজন মানুষ যিনি নিজের চেয়ে অন্যের প্রয়োজন কেই বেশি বড়ো করে দেখেন। আর সেই মানুষটি হচ্ছেন আমার মা। 🖤
আমার মায়ের নাম , সাবিনা ইয়াসমিন কানন। গায়িকার নামের সাথে মিল থাকলেও মা এর গানের গলা ওতোটা চিত্তাকর্ষক নয়, তবে ভালোবাসেন রবীন্দ্র সংগীত শুনতে ও গাইতে। আমার মায়েরা ৫ বোন এবং ২ ভাই। আমার মা ২য়, ছোটবে... moreআমার কাছে অনেক ইন্সপায়ারিং মানুষের গল্পই জমে আছে। কিন্তু আজকে আমি এমন একটা মানুষের গল্প বলবো, যিনি আমার জীবনের সবচেয়ে বড় ইন্সপায়ারেশন, কিন্তু তার গল্পগুলো সর্বদাই চাপা পড়ে যায়, তিনি এমন একজন মানুষ যিনি নিজের চেয়ে অন্যের প্রয়োজন কেই বেশি বড়ো করে দেখেন। আর সেই মানুষটি হচ্ছেন আমার মা। 🖤
আমার মায়ের নাম , সাবিনা ইয়াসমিন কানন। গায়িকার নামের সাথে মিল থাকলেও মা এর গানের গলা ওতোটা চিত্তাকর্ষক নয়, তবে ভালোবাসেন রবীন্দ্র সংগীত শুনতে ও গাইতে। আমার মায়েরা ৫ বোন এবং ২ ভাই। আমার মা ২য়, ছোটবেলা থেকেই অনেক কড়া শাসনে মানুষ হয়েছেন। মেডিকেলে চান্স পাওয়ার পরো তাকে বাসা থেকে পড়তে দিতে যেতে দেওয়া হয়নি। উপরন্তু তার পরবর্তী ভাই বোন গুলোর পড়ালেখার খরচ তিনি নিজেই চালিয়েছেন।
তিনি নিজে যেখানে ব্যর্থ হয়েছেন, তার ভাই বোন কে তিনি সেই কষ্টটা কখনোই বুঝতে দেননি। তার বোন এবং ভাইদের কে তিনি নিজে চাকরি করে বুয়েট ও রাবির মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন।
তিনি অনেক কম বয়সেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। বর্তমানে ক্রিসেন্ট জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতি শুক্রবার এতিমখানার বাচ্চাদের খাবার ব্যবস্থা করেন। তার ছোট খাটো একটি নার্সারি আছে, তিনি গাছের পরিচর্যা করতে খুব ভালোবাসেন। জীবনে আজ পর্যন্ত কোনদিন আমাদের কোন কষ্ট বা অভাব বুঝতে দেননি। তার প্রতিদিনকার অভ্যাস দুপুরে অফিস থেকে এসে আগে নামাজ পড়ে পোষা বিড়ালকে খেতে দিবেন তারপরে নিজে খাবেন।
আমার মা, আমার কাছে "মাদার তেরেসা" এর থেকে কম কিছু নয়। জীবনে এত বাঁধা বিপত্তি পেরিয়েও তিনি মানুষের প্রতি নিবেদিত প্রাণ।
মা তুমি অসাধারণ, তুমি তুলনাহীন, তুমিই আমার অনুপ্রেরণা! #YCI #INSPIRING STORY