1. নদীর বালুকাময় তট --- সৈকত
2. নদী মাতা যে দেশের --- নদীমাতৃক
3. নতুন সূর্য --- নবারুণ
4. নতুন অন্নের উৎসব --- নবান্ন
5. নূপুরের ধ্বনি --- নিক্কণ
6. নাটকের পাত্রপাত্রী --- কুশীলব
7. নাই শোক যার --- অশোক
8. নাই মমতা যার --- নির্মম
9. নাই পক্ষ যার --- নিরপেক্ষ
10. নাই ঈমান যার --- বেঈমান
11. নাই আবরণ যার --- দিগম্বর
12. নাসিকা থেকে উচ্চারিত --- নাসিক্য
13. ন্যাকার ভাব --- ন্যাকামি
14. ন্যায় শাস্ত্র জানেন যিনি --- নৈয়ায়িক
15. নিজেই পতি নির্বাচন করে যিনি --- স্ব... moreএক কথায় প্রকাশ:
1. নদীর বালুকাময় তট --- সৈকত
2. নদী মাতা যে দেশের --- নদীমাতৃক
3. নতুন সূর্য --- নবারুণ
4. নতুন অন্নের উৎসব --- নবান্ন
5. নূপুরের ধ্বনি --- নিক্কণ
6. নাটকের পাত্রপাত্রী --- কুশীলব
7. নাই শোক যার --- অশোক
8. নাই মমতা যার --- নির্মম
9. নাই পক্ষ যার --- নিরপেক্ষ
10. নাই ঈমান যার --- বেঈমান
11. নাই আবরণ যার --- দিগম্বর
12. নাসিকা থেকে উচ্চারিত --- নাসিক্য
13. ন্যাকার ভাব --- ন্যাকামি
14. ন্যায় শাস্ত্র জানেন যিনি --- নৈয়ায়িক
15. নিজেই পতি নির্বাচন করে যিনি --- স্বয়ংবরা
16. নিজেকে পণ্ডিত মনে করে যে --- পণ্ডিতস্মন্য
17. নিন্দা করার ইচ্ছা --- জুগুপ্সা
18. নিমন্ত্রণ না করা সত্ত্বেও যিনি উপস্থিত --- অনাহূত
19. নতুন বিবাহিত স্ত্রী --- নবোঢ়া
20. নৌকা চালায় যে --- নাবিক
21. নৌ বা নৌকা চলাচলের যোগ্য --- নাব্য
22. ধন জয় করেন যিনি --- ধনঞ্জয়
23. ধর্মই আত্মা যার --- ধর্মাত্মা
24. ধনুকের শব্দ --- টংকার
25. ধী শক্তির অধিকারী --- ধীমান
26. ধর্মের প্রতি নিষ্ঠাবান --- ধর্মিষ্ঠ
27. ধূলায় পরিণত --- ধূলিসাৎ
28. পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে --- পথিক
29. পট আঁকেন যিনি --- পটুয়া
30. পাঁজরের হাড় কম যার --- ঊনপাঁজুরে
31. পরে জন্মেছে যে --- অনুজ
32. পরিমিত কথা বলে যে --- মিতভাষী
33. পরিমিত মতো খায় যে --- মিতাহারী
34. পঞ্চবর্ষের বমাহার --- পঞ্চবটী
35. পঞ্চ আনন যার --- পঞ্চানন
36. পঁচিশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান --- রজতজয়ন্তী
37. পঞ্চাশ বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান --- সুবর্ণজয়ন্তী
38. পশ্চাতে গমন করে যে --- অনুগামী
39. প্রত্যহ যা করতে হয় --- প্রাত্যহিক
40. প্রবেশে ইচ্ছুক --- বিবিক্ষু
41. প্রবেশ করার ইচ্ছা --- বিবিক্ষা
42. প্রথম থেকে শেষ পর্যন্ত --- আদ্যন্ত
43. পানের যোগ্য --- পেয়
44. পা থেকে মাথা পর্যন্ত --- আপাদমস্তক
45. পাখির ডাক --- কাকলি
46. প্রায় রাজি --- নিমরাজি
47. প্রিয় কথা বলে যে নারী --- প্রিয়ংবদা
48. পূজার উপকরণ --- অর্ঘ্য
49. পূর্বে ছিল এখন নেই --- ভূতপূর্ব
50. পূর্বে যা ঘটেনি --- অভূতপূর্ব
51. পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে যা --- দেদীপ্যমান
52. পূর্বে যা দেখা যায়নি --- অদৃষ্টপূর্ব
53. পা ধুইবার জল --- পাদ্য
54. পিতার ভ্রাতা --- পিতৃব্য
55. প্রতিকার করার ইচ্ছা --- প্রতিচিকীর্ষা
56. প্রতিকার করতে ইচ্ছুক --- প্রতিচিকীর্ষু
57. পা থেকে মাথা পর্যন্ত --- আপাদমস্তক ।
58.পূর্বজন্ম স্মরণ করে যে --- জাতিস্মর ।
59. পান করার যোগ্য --- পেয় ।
60. পান করার ইচ্ছা --- পিপাসা ।
61. পরের অধীন --- পরাধীন।
62. পা থেকে মাথা পর্যন্ত --- আপাদমস্তক।
63. পরিহার করা যায় না এমন --- অপরিহার্য।
64. পান করার যোগ্য --- পেয়।
65. পাখির কলরব --- কূজন।
66. পান করার ইচ্ছা --- পিপাসা।
67. পা হতে মাথা পর্যন্ত --- আপাদমস্তক।
68. পেছনে সরে যাওয়া --- পশ্চাদপসরণ।
69. পুবের বাতাস --- পুবালি।
70. পুরুষানুক্রমিক --- ঐতিহ্য।
71. পুতুল পূজা করে যে --- পৌত্তলিক।
72. প্রহরা দেয় যে --- প্রহরী।
73. প্রতিভা আছে যার --- প্রতিভাবান।
74. প্রিয় বাক্য বলে যে নারী --- প্রিয়ংবদা ।
75. প্রাণ আছে যার --- প্রাণী।
76. প্রাচীন ইতিহাস --- প্রত্নতাত্ত্বিক।
77. প্রাণিদেহ থেকে লব্ধ --- প্রাণিজ।
78. বয়সে সবচেয়ে বড়ো যে --- জ্যেষ্ঠ ।
79. বয়সে সবচেয়ে ছোটো যে --- কনিষ্ঠ ।
80. বরণ করার যোগ্য --- বরণীয়।
81. বনে বাস করে যে --- বনবাসী।
82. বড় গ্রহকে ঘিরে যে ছোট গ্রহ ঘোরে --- উপগ্রহ।
83. বাঘের ডাক --- গর্জন।
84. ব্যাকরণ জানেন যিনি --- বৈয়াকরণ ।
85. বেদ-বেদান্ত জানেন যিনি --- বৈদান্তিক ।
86. বেশি কথা বলে যে --- বাচাল।
87. বেঁচে আছে এমন --- জীবিত।
88. বিদেশে থাকে যে --- প্রবাসী ।
89. বিশ্বজনের হিতকর --- বিশ্বজনীন ।
91. 90. বিশ্বের যে নবী --- বিশ্বনবী।
92. বিদেশে থাকে যে --- প্রবাসী।
93. বিলম্বে নয় এমন --- অবিলম্বে।
94. বিনা অপরাধে সংঘটিত হত্যা --- গণহত্যা
95.বিচিত্রতায় পূর্ণ যা --- বৈচিত্র্যপূর্ণ।
96. বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি --- বৈজ্ঞানিক
97. ভয় নেই যার --- নির্ভীক।
98. ভিক্ষার অভাব --- দুর্ভিক্ষ।
99. ভাষা সম্পর্কে যিনি বিশেষ জ্ঞান রাখেন --- ভাষাবিদ।
100. ভোজন করতে ইচ্ছুক --- বুভুক্ষু।
101. ভাবা যায় না এমন --- অভাবনীয়।
102. ভোজন করার ইচ্ছা --- বুভুক্ষা ।
103. ভ্রমরের গান --- গুঞ্জন।