• Kazi Isratnoor

    বই : চোখ
    লেখক : শীর্ষেন্দু মুখোপাধ্যায়

    কথায় আছে "চোখ যে মনের কথা বলে"।আসলেই কি তাই?চোখের মধ্যে দিয়ে কি একজন মানুষের সত্যিকার চরিত্রের পরিচয় পাওয়া যায়?

    চোখের ভাষা নিয়েই শীর্ষেন্দু মুখোপাধ্যায় এর ছোট কলেবরের উপন্যাস "চোখ"।উপন্যাসের মূল চরিত্র প্রচন্ড বদরাগী কিন্ত সৎ,নির্ভীক ও দুঃসাহসী পুলিশ অফিসার যীশু বিশ্বাস।তার চোখের দিকে তাকাতে সবাই ভয় পায়,কি যেনো একটা আছে তার চোখে।এমনকি যীশুর স্ত্রী বকুল ও ভাবে তার চোখে খুনে ভাব আছে,খুনের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এক পর্যায়ে স্বামীকে ছেড়ে চলে যায়।পুল...  more