• Kazi Isratnoor
    "এইভাবে সবকিছু একদিন গল্প হয়ে যায়।
    জামার পকেটে একটা ফিতে, ফিতেয় চুলের গন্ধ, যে গন্ধে অনেক দুঃখ, যে দুঃখে অনেক ভালবাসা, যে ভালবাসায় অনেক ছেলেবেলা.."

    বইঃ কালো বরফ
    লেখকঃ মাহমুদুল হক

    আবদুল খালেক প্রত্যন্ত অঞ্চলের একজন কলেজ শিক্ষক। ছোটকালে যে ছিল সবার পোকা। যে পোকাকে ঘিরে ছিল মা বাবা, রাণিবুবু, টিপু ভাইজান, মনি ভাইজান, ছিল একটা পা ভাঙা শালিক পাখি। মুখে আঙুল পুড়ে কখনো পুকুর ঘাটে, কখনো বারান্দায়, কখনো বা মনি ভাইজানের সাথে পাড়ার ফুটবল মাঠে। এভাবে ঝগড়া, বিবাদ, সুখের স্মৃতি নিয়ে ধীরে ধীরে বড় হচ্ছিল ...  more