1. "বাংলাদেশ কথা কয়" কে লিখেছেন?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী
2. "বেঁচে থাকার নেশা" কে লিখেছেন?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
3. ‘রুপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছিলেন?
উত্তর: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
4. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম
5. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
6. শাশ্বত বঙ্গ- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কাজী আবদুল ওদুদ
7. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসা... moreবাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
1. "বাংলাদেশ কথা কয়" কে লিখেছেন?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরী
2. "বেঁচে থাকার নেশা" কে লিখেছেন?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
3. ‘রুপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছিলেন?
উত্তর: নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী
4. ফণিমনসা- কাব্যের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম
5. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
6. শাশ্বত বঙ্গ- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কাজী আবদুল ওদুদ
7. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8. নিরালোক দিব্যরথ কে রচনা করেন?
উত্তর: শামসুর রাহমান
9. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?
উত্তর: উত্তরাধিকার
10. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?
উত্তর: আল মাহমুদ
11. 'তেইশ নম্বর তৈলচিত্র' এই উপন্যাসটির লেখক কে ?
উত্তর: আলাউদ্দিন আল আজাদ
12. ‘নিমজ্জন’ নাটকটি লিখেছেন কে?
উত্তর: সেলিম আল দীন
13. কোন গল্প রচনা করে শরৎচন্দ্র ‘ কুন্তলীন ’ পুরস্কার পান ?
উত্তর: মন্দির
14. 'নন্দিনী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?
উত্তর: রক্তকরবী
15. 'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তর: হাসান হাফিজুর রহমান
16. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
উত্তর: শেখ ফয়জুল্লাহ
17. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
উত্তর: শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
18. 'ময়নামতির চর' কাব্যগ্রন্থটি কে লিখেছেন ?
বন্দে আলী মিয়া
19. আরাকান রাজসভায় বাংলা সাহিত্য চর্চার ইতিহাস লিখেছেন কে?
উত্তর: আব্দুল করিম সাহিত্য বিশারদ
20. আল মাহমুদের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ কোনটি?
উত্তর: সোনালী কাবীন [১৯৭৩]
21. একাত্তুরের ডায়েরী কে লিখেছেন?
উত্তর: সুফিয়া কামাল
22. বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
23. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা কে?
উত্তর: মাওলানা আকরাম খাঁ
24. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা কে?
উত্তর: আবুল মনসুর আহমদ
25. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
উত্তর: দৌলত কাজী
26. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’ কি?
উত্তর: পত্রকাব্য
27. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
উত্তর: কৃষ্ণকান্তের উইল
28. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
উত্তর: সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
29. রক্তাক্ত প্রান্তর কোন ধরণের নাটক?
উত্তর: ঐতিহাসিক
30. 'মোসলেম ভারত' নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: মোজাম্মেল হক
31. বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?
উত্তর: বসন্ত কুমারি
32. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
উত্তর: ফকির গরীবুল্লাহ
33. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
34. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তর: আলালের ঘরের দুলাল
35. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন-
উত্তর: কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
36. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
উত্তর: বসন্ত
37. তাম্বুলখানা গ্রামে কে জন্মগ্রহণ করেন?
উত্তর: জসীম উদ্দীন
38. 'চোরাবালি ' কাব্যগ্রন্থটি কার লেখা ?
উত্তর: বিষ্ণু দে
39. আশা- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট উপন্যাসের নায়িকা?
উত্তর: চোখের বালি
40. "গণদেবতা" উপন্যাস কার লেখা?
উত্তর: তারাশঙ্কর
41. 'বাঙ্গালীর ইতিহাস' বইটির লেখক কে?
উত্তর: নীহার রঞ্জন রায়
42. 'শাহানামা' এর লেখক কে?
উত্তর: কবি ফেরদৌসী
43. পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা?
উত্তর: সৈয়দ মুজতবা আলী
44. বেহুলা গীতাভিনয় কে লিখেছেন?
উত্তর: মীর মশাররফ হোসেন
45. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
উত্তর: মীর মশাররফ হোসেন
46. আগুণের পরশমণি কোন উপন্যাস?
উত্তর: মুক্তিযুদ্ধভিত্তিক
47. ‘সংশপ্তক’ কার রচনা?
উত্তর: শহীদুল্লাহ কায়সার
48. ‘নদী ও নারী’ কার রচনা?
উত্তর: হুমায়ুন কবির
49. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
50. কাশবনের কন্যা- গ্রন্থটির লেখক কে?
উত্তর: শামসুদ্দিন আবুল কালাম