ঢাকাই মসলিনের পুনর্জন্ম ( Reincarnation of Dhakai Muslin)
ঢাকাই মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে ১৮৫০ সালে। এর ১৭০ বছর পরে বাংলাদেশে আবার বোনা হলো সেই ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন কাপড়ের শাড়ি।
ঠিক সে রকমই, যেমনটি বলা হতো—আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত একটি শাড়ি। ইতিমধ্যেই ঢাকাই মসলিনের জিআই স্বত্বের অনুমোদন পাওয়া গেছে। ২৮ ডিসেম্বর এ–সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
In the year of 1850, the last exhibition of Dhakai Muslin took place in London. After 170 ... more#Translation:
Benagli to English:
ঢাকাই মসলিনের পুনর্জন্ম ( Reincarnation of Dhakai Muslin)
ঢাকাই মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে ১৮৫০ সালে। এর ১৭০ বছর পরে বাংলাদেশে আবার বোনা হলো সেই ঐতিহ্যবাহী ঢাকাই মসলিন কাপড়ের শাড়ি।
ঠিক সে রকমই, যেমনটি বলা হতো—আংটির ভেতর দিয়ে গলে যায় আস্ত একটি শাড়ি। ইতিমধ্যেই ঢাকাই মসলিনের জিআই স্বত্বের অনুমোদন পাওয়া গেছে। ২৮ ডিসেম্বর এ–সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।
In the year of 1850, the last exhibition of Dhakai Muslin took place in London. After 170 of that exhibition, that traditional fabric has been knitted again.
It was exquisitely the same as the saying- the whole saree melts through a finger ring. In the meantime, Bangladesh got the authorization of Geographical Indicators(GI) copyright, and related Gazette has been published on 28 December.