প্রশ্ন: বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
উ: ডাচ-বাংলা ব্যাংক (৩১ মার্চ ২০১১)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
উ: মুর্শিদ কুলী খান।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিমদেশ?
উ: সেনেগাল।
প্রশ্ন: ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
উ: বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন: বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
উ: ২৬টি।
প্রশ্ন: বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবর্তক কে?
উ: সেলিম আল দীন।
প্রশ্ন: ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
উ: ম্যাগনাকার্টা।
প্রশ্ন: “মাতৃভাষায়... more
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে-
উ: ডাচ-বাংলা ব্যাংক (৩১ মার্চ ২০১১)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?
উ: মুর্শিদ কুলী খান।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিমদেশ?
উ: সেনেগাল।
প্রশ্ন: ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
উ: বাণিজ্য মন্ত্রণালয়।
প্রশ্ন: বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
উ: ২৬টি।
প্রশ্ন: বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’ এর প্রবর্তক কে?
উ: সেলিম আল দীন।
প্রশ্ন: ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়?
উ: ম্যাগনাকার্টা।
প্রশ্ন: “মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি?
উ: মীর মশাররফ হোসেনের।
প্রশ্ন: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলে?
উ: সংবাদ মাধ্যম।
প্রশ্ন: প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান?
উ: BADC(Bangladesh Agricultural Development Corporation).
প্রশ্ন: বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়?
উ: সপ্তম।