আগামী ১২ই ডিসেম্বর থেকে ২১ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট ২০২০ । উক্ত সামিটে আপনি বিজয় দিবস উপলক্ষে কনটেন্ট রাইটিং বা ব্লগ কনটেস্ট ২০২০ এ অংশগ্রহণ এ করতে পারেন।
বাংলাদেশের মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে কনটেন্ট রাইটিং বা ব্লগ কনটেস্ট এর আয়োজন করা হয়েছে।
আপনি ইতিহাস নিয়ে কতটুকু জানেন বা কতটুকু জানতে এবং জানাতে আগ্রহী? মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসকে ছড়ি... moreইন্সপায়ারিং বাংলাদেশ সামিট ২০২০💚
'সঠিক ইতিহাস জানুক আমাদের ভবিষ্যৎ'
বিজয় দিবস কনটেন্ট রাইটিং বা ব্লগ কনটেস্ট ২০২০💚
আগামী ১২ই ডিসেম্বর থেকে ২১ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট ২০২০ । উক্ত সামিটে আপনি বিজয় দিবস উপলক্ষে কনটেন্ট রাইটিং বা ব্লগ কনটেস্ট ২০২০ এ অংশগ্রহণ এ করতে পারেন।
বাংলাদেশের মহান ‘বিজয় দিবস’ উপলক্ষে কনটেন্ট রাইটিং বা ব্লগ কনটেস্ট এর আয়োজন করা হয়েছে।
আপনি ইতিহাস নিয়ে কতটুকু জানেন বা কতটুকু জানতে এবং জানাতে আগ্রহী? মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসকে ছড়িয়ে পড়তে না দিয়ে আজকের বা আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার দায়িত্ব আমার, আপনার এবং আমাদের সকলের। আপনি কি চাইবেন না ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানুক?
কে অংশগ্রহন করতে পারবে?
কনটেস্টটি সকলের জন্য উন্মুক্ত।
কনটেস্ট এরিয়া - উন্মুক্ত।
ব্লগের বিষয়বস্তুঃ
১.তরুণদের চোখে ১৯৭১
২.মুক্তিযুদ্ধের অবর্ণিত বীরগাথা
৩.বাঙ্গালী এবং বঙ্গবন্ধু
*এক্ষেত্রে ( https://inspiringbangladesh.com/blogs)
এই লিঙ্কে গিয়ে inspiring Bangladesh এ log in বা sign in করতে হবে।
* এরপর Blogs অপশনে গিয়ে Write New Entry তে গিয়ে Title নির্বাচন করতে হবে যে টপিকে ব্লগ লিখা হবে তার নাম।
* এরপর Category তে গিয়ে person blogs এ গিয়ে সিলেক্ট করতে হবে।
* Body তে গিয়ে তিনটি টপিকের যেকোনো একটি বিষয়ে ব্লগ/কন্টেন্টটি লিখতে হবে
*Tags এ গিয়ে বন্ধু - বান্ধবদের ট্যাগ করতে হবে।
* private এ গিয়ে everyone সিলেক্ট করে Save করতে হবে।
*ফেসবুকের পোস্টের সাথে অংশগ্রহণকারী র নামসহ, ই-মেইল লেখা থাকতে হবে। লেখা অবশ্যই চুরি করা হলে গ্রহণযোগ্য হবে না।