অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন-
ডা. দীপু মনি
মাননীয় শিক্ষামন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিশেষ অতিথি হিসেবে থাকবেন-
১.
জিল্লুর রহমান জুয়েল
মেয়র, চাঁদপুর পৌরসভা
২.
সাইদুল করিম
মেয়র, ঝিনাইদহ পৌরসভা
৩.
সুশান্ত কুমার সাহা
অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৪.
ইমরান ফাহাদ
ফাউন্ডার, ইন্সপায়ারিং বাংলাদেশ
৫.
আবদুর রহমান শাওন ... moreবেবিটিউবের আয়োজন শিশু-কিশোরদের নিরাপদ ইন্টারনেট সচেতনতা এবার চাঁদপুরে।
সেমিনারটি অনুষ্ঠিত হবে- ০৯.০৯.২০২১ইং তারিখ সময় বিকেল ৩.০০টায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন-
ডা. দীপু মনি
মাননীয় শিক্ষামন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিশেষ অতিথি হিসেবে থাকবেন-
১.
জিল্লুর রহমান জুয়েল
মেয়র, চাঁদপুর পৌরসভা
২.
সাইদুল করিম
মেয়র, ঝিনাইদহ পৌরসভা
৩.
সুশান্ত কুমার সাহা
অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৪.
ইমরান ফাহাদ
ফাউন্ডার, ইন্সপায়ারিং বাংলাদেশ
৫.
আবদুর রহমান শাওন
ফাউন্ডার, পান্ডুলম মোশন
৬.
পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা
সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে শিশু-কিশোরদের ইন্টারনেট সচেতনতার জন্য চাঁদপুরের একঝাঁক তরুণ এবং অভিভাবকদের নিয়ে আয়োজিত হচ্ছে এই সেমিনারটি।
যেকেউ এই সেমিনারে ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন।
অংশগ্রহণ করার জন্য অবশ্যই রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করতে
গুগল ফর্ম পূরণ করুন-
লিংক- https://forms.gle/6XveRQfneGkKNzXH8
অথবা কল করুন-
০১৬৭৩১৭৩৩৪৬
অডিটোরিয়ামে আসার সময় যেসব নিয়ম মেনে আসতে হবে তা হলো-
১. আপনাকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
২. সামাজিক দূরত্ব বজায় রেখে আসন গ্রহণ করতে হবে।