' যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হয়। গাছটি কেটে ফেলার দরকার হয় ৷ কিন্তু কাঠুরে শিল্পী “সাইমন রোর্কে” এর স্মৃতি ধরে রাখতে গাছটি না-কেটে হাতের আদলে একটি চমৎকার শিল্পরুপ দেন। যাতে এই চমৎকার শিল্পকর্মটি বিশেষ একটি অর্থ বহন করে!!!
সমগ্র পৃথিবীতে যারা অযথা গাছ কেটে প্রকৃতির ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এ সিম্বল হতে পারে এক শৈল্পিক প্রতিবাদের প্রতীক!!
আসুন অযথা গাছ কাটা বন্ধ করি, প্রকৃতিতে রক্ষা করি! " Mohsin Ahmed এর পোস্ট থেকে সংগৃহীত।