এডভোকেট এনামুল হক সরকার নিয়োজিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে। কাজ করছেন আইন, শান্তি, ন্যায়বিচার নিয়ে। আন্তর্জাতিক শান্তি দূত হিসেবেও তার কাজ বেশ প্রশংসনীয়। প্রতিষ্ঠা করেছেন এক্সসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক সংস্থা। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ হিসেবে ঘুরে ফেলেছেন প্রায় ৪০ টির মতো দেশে।
Let's meet the Change-makers with Rakib Al Hasan powered by Inspiring Bangladesh এ আজকের গল্প তাই এডভোকেট এনামুল হক সরকারের সাথে। আড্ডা হবে তার জীবনের নানা বাঁকবদল, চি... moreএডভোকেট এনামুল হক সরকার নিয়োজিত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে। কাজ করছেন আইন, শান্তি, ন্যায়বিচার নিয়ে। আন্তর্জাতিক শান্তি দূত হিসেবেও তার কাজ বেশ প্রশংসনীয়। প্রতিষ্ঠা করেছেন এক্সসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক সংস্থা। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ হিসেবে ঘুরে ফেলেছেন প্রায় ৪০ টির মতো দেশে।
Let's meet the Change-makers with Rakib Al Hasan powered by Inspiring Bangladesh এ আজকের গল্প তাই এডভোকেট এনামুল হক সরকারের সাথে। আড্ডা হবে তার জীবনের নানা বাঁকবদল, চিন্তা, ভাবনার জগত এবং জীবন দর্শন নিয়ে। যোগ দিন আমাদের সাথে, ঠিক রাত ৯ঃ০০ টায়, শুধুমাত্র রাকিব আল হাসানের অফিশিয়াল ফেসবুক পেইজে।