১৯৭১ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু তাঁর ৩২ নম্বরের বাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
বঙ্গবন্ধুর ডাকে সারাদেশ ব্যাপি চলছে অসহযোগ আন্দোলন। এদিন পাকিস্তান দিবসের পরিবর্তে পালিত হয় প্রতিরোধ দিবস। পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করা হয়।
ছাত্রলীগ প্রতিরোধ বাহিনী ঢাকার পল্টন ময়দানে এক আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' গানটি গেয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
... more১৯৭১ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু তাঁর ৩২ নম্বরের বাসায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
বঙ্গবন্ধুর ডাকে সারাদেশ ব্যাপি চলছে অসহযোগ আন্দোলন। এদিন পাকিস্তান দিবসের পরিবর্তে পালিত হয় প্রতিরোধ দিবস। পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করা হয়।
ছাত্রলীগ প্রতিরোধ বাহিনী ঢাকার পল্টন ময়দানে এক আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করে, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি' গানটি গেয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
শহরের সব মিছিল গিয়ে শেষ হয় ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে।
এই দিন বঙ্গবন্ধু বারবার মিছিলকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভাষন দিয়েছেন।
বঙ্গবন্ধু তাঁর ভাষনে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষনা করেন ৭ কোটি মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে।
বঙ্গবন্ধু তাঁর বক্তৃতা শেষে নিজে শ্লোগান ধরেন
" জয় বাংলা" আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ,
জাগো জাগো বাঙ্গালি জাগো, সংগ্রাম সংগ্রাম চলছে চলবে"