”বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০” এ আবেদনের সময়সীমা বাড়ল আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। আইসিটি বিভাগের iDEA প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক কনটেস্টে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার উদ্ভাবনী আইডিয়া বা স্টার্টআপ নিয়ে অংশ নিন এবং জিতে নিন মুজিববর্ষের সেরা পুরস্কার।
- গ্র্যান্ট হিসেবে বিজয়ী ১টি স্টার্টআপ পাবে ১ লক্ষ ইউএস ডলার এবং সেরা ৩৫ টির প্রত্যেকে পাবে ১০ লক্ষ টাকা।
- ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বা ইনভেস্টরদের কাছ থেকে বিনিয়ো... moreবঙ্গবন্ধুর ডাকে সাড়া দাও
বিগ- এ আইডিয়া জমা দাও।
”বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০” এ আবেদনের সময়সীমা বাড়ল আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত। আইসিটি বিভাগের iDEA প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক কনটেস্টে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার উদ্ভাবনী আইডিয়া বা স্টার্টআপ নিয়ে অংশ নিন এবং জিতে নিন মুজিববর্ষের সেরা পুরস্কার।
- গ্র্যান্ট হিসেবে বিজয়ী ১টি স্টার্টআপ পাবে ১ লক্ষ ইউএস ডলার এবং সেরা ৩৫ টির প্রত্যেকে পাবে ১০ লক্ষ টাকা।
- ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি বা ইনভেস্টরদের কাছ থেকে বিনিয়োগ পাবার সুযোগ
- টপ ৬৫ নিয়ে "টিভি রিয়ালিটি শো" এবং বুটক্যাম্প- সহ আরো অনেক সুযোগ
বিস্তারিত জানতে এবং আবেদনের জন্য ভিজিট করুন : www.big.gov.bd
ICT Division, Bangladesh
Bangladesh Computer Council - BCC
Startup Bangladesh
Digital Bangladesh
Zunaid Ahmed Palak
Bangabandhu Innovation Grant - BIG #iDEA #BIG