সময়টা ২০০৫ সাল। ডেনমার্কের সবচেয়ে বড় ফুটবল ক্লাব ‘এফসি কোপেনহেগেন’ এর জুনিয়র বিভাগের একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ১৪ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর। ম্যাচ শেষে দেখা যায় এফসি কোপেনহেগেনের হয়ে অসাধারণ খেলেছেন এই কিশোর। ম্যাচে একটা গোলও করেছেন তিনি। এর দুইদিন পর এফসি কোপেনহেগেনের সাথে চুক্তিবদ্ধ হয়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। এরপর এফসি কোপেনহেগেনের হয়ে অনূর্ধ্ব -১৪ দলে নিয়মিত খেলতে থাকেন তিনি। ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নেন দলে। দুই বছরের মধ্যে হয়ে ওঠেন ক্লাবের যুবা দলের সবচেয়ে ... moreসময়টা ২০০৫ সাল। ডেনমার্কের সবচেয়ে বড় ফুটবল ক্লাব ‘এফসি কোপেনহেগেন’ এর জুনিয়র বিভাগের একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ১৪ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর। ম্যাচ শেষে দেখা যায় এফসি কোপেনহেগেনের হয়ে অসাধারণ খেলেছেন এই কিশোর। ম্যাচে একটা গোলও করেছেন তিনি। এর দুইদিন পর এফসি কোপেনহেগেনের সাথে চুক্তিবদ্ধ হয়ে যান বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। এরপর এফসি কোপেনহেগেনের হয়ে অনূর্ধ্ব -১৪ দলে নিয়মিত খেলতে থাকেন তিনি। ধীরে ধীরে নিজের জায়গা পাকা করে নেন দলে। দুই বছরের মধ্যে হয়ে ওঠেন ক্লাবের যুবা দলের সবচেয়ে সেরা খেলোয়াড়। এতে ষোলো বছর বয়সেই দলের সিনিয়র টিমেও তার ডাক পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। শুধু তাই নয়, তখন তাকে দলে নেয়ার জন্য ডেনমার্কের আরও কয়েকটি ক্লাব আগ্রহ দেখায়। এফসি কোপেনহেগেনের সেদিনের সেই সেরা খেলোয়াড় আজকের বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
বাংলাদেশের ৫০ বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জীবনের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি, "বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
Let's Start The Journey of BANGLADESH & STORY OF INSPIRATION- LIVE SERIES in Facebook & YouTube
BANGLADESH & STORY OF INSPIRATION: Episode 4
Date : 11th January'21
Time : 10PM