বাঙালী চাইলেই তো অনেক দূর উপরে উঠতে পারে, চাইলেই তো আকাশ ছুঁতে পারে। বড় বড় শহরের মেঘ ফুঁড়ে দাঁড়িয়ে থাকা উঁচু ভবনগুলো দেখলে একজন বাঙ্গালির কথাই শুধু মনে পড়ে। বলছি টিউব স্ট্রাকচারাল পদ্ধতির জনক, কাঠামো প্রকৌশলী, মানবতাবাদী, শিক্ষাবিদ ফজলুর রহমান খানের কথা। সারা বিশ্বের কাছে তিনি এফ আর খান নামে পরিচিত। তাকে বলা হয় 'স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন।' তার হাতেই শুরু হয় মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, নগরের পাখি হবার স্বপ্ন।
বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু ... moreবাঙালী চাইলেই তো অনেক দূর উপরে উঠতে পারে, চাইলেই তো আকাশ ছুঁতে পারে। বড় বড় শহরের মেঘ ফুঁড়ে দাঁড়িয়ে থাকা উঁচু ভবনগুলো দেখলে একজন বাঙ্গালির কথাই শুধু মনে পড়ে। বলছি টিউব স্ট্রাকচারাল পদ্ধতির জনক, কাঠামো প্রকৌশলী, মানবতাবাদী, শিক্ষাবিদ ফজলুর রহমান খানের কথা। সারা বিশ্বের কাছে তিনি এফ আর খান নামে পরিচিত। তাকে বলা হয় 'স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর আইনস্টাইন।' তার হাতেই শুরু হয় মানুষের আকাশ ছোঁয়ার স্বপ্ন, নগরের পাখি হবার স্বপ্ন।
বাংলাদেশের ৪৯বছরের পথচলায় সাধারণের মাঝে অসাধারণ কিছু সত্ত্বা আছে, যাদের জী���নের গল্পগুলো আড়ালে থেকেই স্বপ্ন বুনেছে, নতুন দিশায় উজ্জ্বীবিত করেছে বঙ্গবন্ধুর এই স্বপ্নের সোনার বাংলাকে।
অমর একুশে বইমেলা,২০২১-এ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা প্রকাশ করতে যাচ্ছি, "বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প" BANGLADESH & STORY OF INSPIRATION শিরোনামের এক অনন্য গল্পগাঁথা!
Let's Start The Journey of BANGLADESH & STORY OF INSPIRATION- LIVE SERIES in Facebook & YouTube
BANGLADESH & STORY OF INSPIRATION: Episode 3
Date : 9th January'21
Time : 10PM